কাঁধে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবার শুটিং ফ্লোরে নেমে পড়লেন শাহরুখ খান। মুম্বইয়ে ‘কিং’ ছবির সেটে তাঁর তোলা এক ঝলক ছবি ইতিমধ্যেই ভাইরাল। ভক্তদের উচ্ছ্বাস—“শেষেমেষ তিনি ফিরলেন!”

 

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট, কালো সানগ্লাস আর চোখে পড়ার মতো সিলভার ফক্স লুক—পাকা চুলে একেবারে নতুন রূপে ‘কিং খান’। ছবিটি তোলা হয়েছে একটি ফুড-চেইন রেস্তরাঁর বাইরে, চারপাশে শুটিং সেটের আলো, ছাতা, ক্যামেরা সাজানো। যদিও তাঁর হাতে স্লিং ছিল কি না, দূর থেকে তা বোঝা যায়নি।

 

 

এই চুলের নতুন স্টাইলই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই তুলনা করেছেন হলিউড তারকা টম ক্রুজের বহুল আলোচিত ছবি ‘কোলাটেরাল’ (Collatera)l-এর লুকের সঙ্গে—যেখানে তিনিও ধূসর চুলে ধরা দিয়েছিলেন। তবে ওই একবারই। এরপর আজ পর্যন্ত আর কোনওদিনও ওই লুকে আর পর্দায় হাজির হননি ‘মিশন ইম্পসিবল’-এর নায়ক। যাই হোক, শাহরুখকে দেখে ভক্তদের ভাষায়, “এ যেন শাহরুখের সিলভার ফক্স এরা।”

 

 

একজন লিখেছেন, “স্টাইলিং একেবারে নিখুঁত! ছোট চুল, ধূসর আভা, অ্যাকশন-ড্রামার জন্য দারুণ মানাবে।” আরেকজনের মন্তব্য, “ভরসা আছে শাহরুখ আর লর্ড সিড (পরিচালক সিদ্ধার্থ আনন্দ)-এর উপর। কেবল চাই যেন অতিরিক্ত হাইপে ভেসে না যান।”

অ্যাকশন থ্রিলার ‘কিং’ শুধু শাহরুখের কামব্যাকই নয়, প্রথমবার পর্দায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে বাবার সঙ্গে। ছবির তারকাখচিত তালিকায় রয়েছেন জয়দীপ আহলাওয়াত, অর্জুন ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রাঘব জুয়ালদের মতো অভিনেতারা। এছাড়া দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুরের বিশেষ উপস্থিতিও থাকছে।

২০২৩-এ টানা তিনটি হিট দেওয়ার পর শাহরুখ খান এবার ফিরছেন আরও বড় ক্যানভাসে। ২০২৬-এ মুক্তি পেতে চলা ‘কিং’ এখন থেকেই রোমাঞ্চের কেন্দ্র—কারণ একটাই। নতুন রূপে পুরনো ‘বাদশাহ’!

 

প্রসঙ্গত, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর 'লিওঁ' ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’- র গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে ‘লিওঁ’র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই। 

 

‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”