সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

ফারার জন্য শুটিং ছাড়েন শাহরুখ?


বলিপাড়ায় পরিচালক, প্রযোজক ফারা খানের সঙ্গে শাহরুখের বন্ধুত্ব মুখে মুখে ফেরে। 'কিং খান'-এর সঙ্গে বন্ধুত্ব নিয়ে এবার মুখ খুললেন ফারা। জানালেন, বন্ধুত্বের মর্যাদা রাখতে শুটিং ফ্লোর থেকে এক সময় ছুটে এসেছিলেন শাহরুখ। ফারা জানান, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি শুটিং ছেড়ে ফারার কাছে পৌঁছন শাহরুখ। মানসিকভাবে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। যা আজও বন্ধুত্বের বিশেষ উদাহরণ বলে বলে করেন ফারা। 

 

অনন্যা-শর্বরীর লড়াই!


বহু বছর পরে কার্তিক আরিয়ানের সঙ্গে ফের জুটি বাঁধছেন করণ জোহর। আগামী ছবির নাম আপাতভাবে ঠিক হয়েছে 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরি তু মেরা'। ছবিতে কার্তিকের বিপরীতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে, সেই নিয়ে চলছে জোর জল্পনা। তালিকায় রয়েছে অনন্যা পাণ্ডে ও শর্বরী ওয়াঘের নাম। কে হবেন কার্তিকের নায়িকা? এখন সেটাই দেখার। 


ফের জুটিতে আদিত্য-শ্রদ্ধা?


মোহিত সুরির 'আশিকি ২'-এ নজর কেড়েছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। দুই তারকার জুটিকে দারুণ ভালবাসা দিয়েছিলেন দর্শক। আরও একবার পর্দায় তাঁদের দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনুরাগীরা।‌ অবশেষে এল সুখবর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মোহিত সুরির আগামী রোমান্টিক ঘরানার ছবিতে জুটি বাঁধতে চলেছেন আদিত্য-শ্রদ্ধা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি ছবির।