১৫ আগস্ট, শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। তারকা থেকে সাধারণ মানুষ- এই দিন সারা দেশ উদ্‌যাপনে মাতল। ৭৯তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে যখন তেরঙার গর্বে ভাসছে কোটি কোটি ভারতবাসী, তখন নিজের অনুরাগীদের জন্য আবেগমাখা এক বার্তা দিলেন শাহরুখ খান। ইনস্টাগ্রাম ও এক্স-এ (পূর্বতন টুইটার) জাতীয় পতাকার সঙ্গে নিজের ও ছোট ছেলে আব্রামের ছবি পোস্ট করে 'কিং খান' লিখলেন — “আমাদের স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় উপহার… এটাই আমাদের অগ্রগতির চাবিকাঠি। আসুন মাথা উঁচু রাখি, মন খোলা রাখি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা… জয় হিন্দ!”

 

শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা। অনুরাগীরা তাঁর বার্তাকে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেন। কেউ লিখেছেন, “দেশপ্রেমের এই ভাষাই আমাদের 'বাদশা'র আসল পরিচয়।” কেউ আবার স্মরণ করিয়ে দিয়েছেন, “শুধু সিনেমায় নয়, বাস্তবেও তিনি দেশকে ভালবাসেন।”

 

দেশের স্বাধীনতার ৭৯ বছর পূর্তিতে শাহরুখের এই শুভেচ্ছা বার্তা যেন আরও একবার মনে করিয়ে দিল— স্বাধীনতা কেবল ইতিহাসের ঘটনা নয়, এটা আমাদের প্রতিদিনের গর্ব, প্রেরণা আর দায়িত্ব।

 

শাহরুখ খানের জন্য স্বাধীনতা দিবস কখনওই কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়, বরং হৃদয়ের কাছের এক আবেগ। ২০২৪ সালে তিনি তেরঙা হাতে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, “ আমাদের জাতীয় পতাকা যেন সবসময় উঁচুতে উড়তে থাকে এবং আমাদের অফুরান প্রেরণা জোগাতে থাকে দেশের জন্য আরও কিছু করতে পারার জন্য। জয় হিন্দ।”

 

২০২২ সালে ‘পাঠান’-এর শুটিং বিরতিতে তিনি মুম্বইয়ের মন্নত থেকে তেরঙা উড়িয়ে সেই ভিডিও শেয়ার করেছিলেন। তখন লিখেছিলেন, “ স্বাধীনতা আমাদের হৃদয়ে, আত্মায় গর্ব।”

 

এমনকী, ২০২০ সালের করোনা-আবহে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের আঁকা তেরঙা-পোস্টকার্ড শেয়ার করেছিলেন, বলেছিলেন — “নতুন প্রজন্মের হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই আসুন, বেঁধে বেঁধে থাকি। আরও সুন্দর করি দেশকে।”

 

শাহরুখের পোস্টে কেবল উৎসবের আবেগই নয়, লুকিয়ে থাকে এক গভীর দায়িত্ববোধ। তাঁর কথায়, স্বাধীনতা কেবল ইতিহাসের গর্ব নয়, এটা প্রতিদিনের প্রেরণা— যা মাথা উঁচু রাখার সাহস আর মন খোলা রাখার শিক্ষা দেয়।

 

৭৯ বছরের স্বাধীনতার পথে চলতে চলতে বাদশার এই শুভেচ্ছা যেন মনে করিয়ে দেয় — দেশপ্রেম মানে কেবল পতাকা ওড়ানো নয়, বরং প্রতিদিন নিজের কাজে, নিজের আচরণে দেশের সম্মান রক্ষা করা।