সংবাদ সংস্থা মুম্বই: তাঁরা বলিউডের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। কথা হচ্ছে শাহরুখ খান, সলমন খান এবং আমিরকে নিয়ে। বক্স অফিসে ঝড় তুলেছেন, প্রতিদ্বন্দ্বীতা চলেছে ‘এক নম্বর তারকা’ হওয়ার মুকুট নিয়েও তাঁদের মধ্যে। কিন্তু ব্যক্তিগত জীবনে পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই ত্রয়ীর। একে অপরের ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হওয়া থেকে পরস্পরের ছবির জন্য আন্তরিক শুভেচ্ছা তো প্রকাশ্যেই জানিয়ে থাকেন তাঁরা। তবে এবার আমিরের জন্য শাহরুখ-সলমন যা করলেন, তা তাঁদের বন্ধুত্বের আরও একটি নিদর্শন তৈরি করল ইন্ডাস্ট্রিতে। ছেলে জুনেইদের ‘লভইয়াপ্পা’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন আমির। আমির-পুত্রর ভরসা বাড়াতে সেখানে হাজির হলেন শাহরুখ ও সলমন দু’জনেই। 

 

 

তবে একসঙ্গে আসেননি তাঁরা। আলাদা আলাদা সময়ে আমির-ও জুনেইদের কাছে এসেছিলেন ‘করণ-অর্জুন’। প্রথমে আসেন ‘টাইগার’। অলিভরঙা টিশার্ট, সঙ্গে লুজার্স জিনস-এ হাজির হয়েছিলেন ভাইজান। হাসিমুখে পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করে জুনেইদকে শুভেচ্ছা জানান সলমন। পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা। ছবি দেখে খানিক পরে সলমনের গাড়ি বেরিয়ে যেতেই হাজির হয় শাহরুখের গাড়ি। দেখামাত্রই দ্রুত পায়ে গাড়ির সামনে হেঁটে যান ‘মিঃ পারফেকশনিস্ট’। গাড়ি থেকে নেমেই এক গাল হাসি নিয়ে দ্রুত পায়ে আমিরের দিকে এগিয়ে আসেন বাদশাহ। পরস্পরকে বেশ খানিকক্ষণ জড়িয়ে থাকার পর নীচু গলায় খানিক কথাও বলেন তাঁরা। এরপর জুনেইদকে কাছে ডেকে তাঁকে আদর করেন শাহরুখ। তিনজন মিলে পাপারাজ্জিদের সামনে পোজ-ও দেন তাঁরা। 


প্রসঙ্গত, অভিনেতা হিসাবে বলিপাড়ায় সদ্য পথ চলা শুরু করেছেন আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খান। গত বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনেইদের প্রথম ছবি ‘মহারাজ’। ছবিতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমির-পুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনেইদ আসছেন ‘লভইয়াপ্পা’তে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি ‘লাল সিং চড্ডা’য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উতরাই হতে চলেছে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।