নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিক হিন্দিতে কিংবা হিন্দি ধারাবাহিক বাংলায় সম্প্রচার হওয়া নতুন নয়। মাঝেমধ্যেই দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকের পুনঃ সম্প্রচার হয়।
স্টার জলসার 'মন ফাগুন'কেও দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। আজও দর্শক মনে জায়গা করে আছে 'ঋষি-পিহু'। এই চরিত্রে দেখা গিয়েছিল শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে। প্রথমবার জুটি বেঁধেই তাঁরা দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছিলেন।
তাই আরও একবার পর্দায় ফিরছে 'ঋষি-পিহু'র জুটি। সেই পুরনো গল্প, পুরনো প্রেম কিন্তু মাধ্যমটা নতুন। স্টার প্লাস-এ 'মন ফাগুন'-এর রিমেকে বদলেছে শুধু ধারাবাহিকের নাম। 'ঋষি-পিহু'র গল্প এখন দর্শক দেখবেন 'দো দিল মিল রাহে হ্যায়' নামে।
গল্পে প্রাণোচ্ছ্বল মেয়ে পিহু। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ করতে ভালবাসে সে। এদিকে, শহরের নামজাদা ব্যাবসায়ী ঋষি, পুরনোকে বাঁচিয়ে রাখতে চায় না। নতুন করে তা গড়ে তুলতে পছন্দ করে। সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের মিল হবে কীভাবে? সেই উত্তর আরও একবার দর্শকের সামনে তুলে ধরতে আসছে এই ধারাবাহিক। শন-সৃজলার জুটিকে ফের পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা।
