নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল সায়ক চক্রবর্তীর। বর্তমানে সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয় সায়ক। শুধু অভিনেতা নন, ব্লগার হিসাবেও এখন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিকে। গল্পের নায়ক শাক্যজিতের ভাই হয়েছে সে। ওই ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। গল্পে সায়ক নাকি তাঁরই প্রেমে পড়েছেন। ধারাবাহিকে‌ দেখানো হচ্ছে নায়িকা আরশির দিদিকে বেশ‌ মনে ধরেছে সায়কের। আরশির দিদির চরিত্রে দেখা যাচ্ছে অনুরাধাকে। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় আরশি। কিছুদিন আগেই পালিয়ে গিয়ে বিয়ে করে প্রেম পরিণতি পেয়েছে তাদের। 

 

তবে এবার ধারাবাহিকে নয়, বাস্তবেই কি বিয়ের পিঁড়িতে বসলেন সায়ক? সম্প্রতি, তাঁর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে এমনটাই দেখা যাচ্ছে। সোমবার গায়ে হলুদের ছবি ভাগ করেছেন অভিনেতা। সঙ্গে দেখা গিয়েছে পাত্রীর মুখও। তিনি আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় মুখ 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। অয়ন্যাকেও দেখা গিয়েছে বাঙালি কনের সাজে। 

 

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী! কেমন আছেন এখন সুমি হর চৌধুরী?

 

গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হইচই শুরু। প্রশ্ন উঠছে তবে কি সত্যিই বিয়ে করলেন দুই তারকা? এর মাঝেই সামনে এল বিয়ের ছাদনাতলা থেকে সাতপাকে ঘোরার ছবিও। সামনে এল সিঁদুর দানের মুহূর্তও। অয়ন্যাকে দেখা গেল লাল বেনারসি, সঙ্গে সোনার গয়না, মাথায় টোপর। বর ও কনেকে মানিয়েছেও বেশ। এবার আরও জোরালো হয়েছে প্রশ্ন, এই বিয়ে কি আসল? নাকি কোনও শুটেরই অংশ?

 


এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে সায়ক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে মৃদু হাসি শোনা গেল অভিনেতার। তাঁর কথায়, "দেখা যাক না কী হয়। এখনই কিছু বলতে চাই না।" এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অয়ন্যাও। 


সায়ক বুঝিয়েছেন শুধু স্বপ্ন দেখলেই হয় না ৷ সেটা সফল করার চেষ্টা নিজেকেই করতে হয় ৷ ভাড়া বাড়ি থেকে নিজেদের ফ্ল্যাট, সেখান থেকে এবার জমি কিনে নতুন বাড়ি তৈরির স্বপ্ন পূরণ। কিছুদিন আগেই সায়ক, মা-দাদার সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেন ৷ যেখানে তাঁকে জমির দলিল হাতে দেখা যায় ৷ সেখানে তিনি লেখেন, "মায়ের প্রতি শ্রদ্ধা আর ঈশ্বরে বিশ্বাস করে…..ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট বাড়ি এখন নিজের জমি ৷ এবার বাড়ি বানানোর পালা নেশা করে টাকা নষ্ট না করে, অন্যের পেছনে টাকা না উড়িয়ে, সাধারন জীবন যাপন করে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে,মানুষের ক্ষতি না করে, মানুষের খারাপ না চেয়ে এভাবেও ভালো থাকা যায় আজ নিজেই নিজেকে সাবাশিয়া দিতে ইচ্ছে করছে ৷" সায়কের সেই ইচ্ছা পূরণ হোক, শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও৷ বাড়ি হলেই কি ছাদনাতলায় যাচ্ছেন অভিনেতা সায়ক? এই গুঞ্জন আগেই শুরু হয়েছিল। এবার যেন সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ল। 

 

সায়ক-অয়ন্যার বিয়ের ছবিতে দেখা গেল গায়িকা তথা ইউটিউবার দেবলীনাকেও। তবে আপাতত শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া সায়ক ও অয়ন্যাকে। এর আগে সোমবার সকালে গায়ে হলুদের ছবি শেয়ার করে নিয়েছিলেন সায়ক। তবে সায়ক-অয়ন্যার বিয়েতে তাঁর বন্ধুরা থাকলেও, দেখা গেল না পরিবারকে। কদিন আগেই 'তুই আমার হিরো'-তে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন।তখনও বেশ চমকে দিয়েছিলেন সায়ক সকলকে। 


কদিন আগে ইনফ্লুয়েন্সার, ভ্লগার প্রেরণা দাস ও সৈকত দে খানিকটা এরকমই বিয়ের ছবি, ভিডিও দিয়ে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। তবে পরে জানা যায়, ওই ভিডিওটি বিজ্ঞাপনী সংস্থার প্রচারের জন্য। এবার সায়ক-অয়ন্যার ক্ষেত্রেও তেমনই কিছু প্রকাশ্যে আসবে কিনা তা নিয়ে নেটপাড়ায়  চলছে জল্পনা।