নিজস্ব সংবাদদাতা: যথা সময়ে অভিনেতাদের পারিশ্রমিক না দেওয়া, এই ঘটনা নতুন কিছু নয়। তবে এবার শহর থেকে দূরে গিয়ে পারিশ্রমিক নিয়ে হেনস্থার শিকার সৌরভ দাস ও দর্শনা বণিক। সমাজমাধ্যমে এসে সমস্ত ঘটনা ভাগ করে নিলেন টলিউডের এই তারকা দম্পতি। 

 


সৌরভ জানিয়েছেন, মালদায় একটি অনুষ্ঠান করার কথা হয় সৌরভ-দর্শনার। মেল করে তাঁদের জানানো হয় অনুষ্ঠানে দু'দিন আগে তাঁদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। সেদিন পারিশ্রমিক তো দূরের কথা, সৌরভ বা দর্শনার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয় না। সৌরভ নানা চেষ্টা করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারলে তিনি জানান তাঁরা যেন অনুষ্ঠানে যোগদান করেন, তাহলে সমস্ত পারিশ্রমিক পেয়ে যাবেন।

 


এই কথার ভিত্তিতে মালদায় পৌঁছন দু'জনেই। বাঁকুড়া থেকে আসেন সৌরভ এবং লখনউ আসেন দর্শনা। স্বাভাবিকভাবেই এতটা জার্নি করে আসার পর ক্লান্ত ছিলেন দু'জনে। কিন্তু যথা সময় হোটেলে পৌঁছন তাঁরা। এরপরও তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়নি এমনকী সেভাবে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। দর্শনা জানিয়েছেন আরও অনেক রকমের হেনস্থা হয়েছে তাঁদের উপর। যা তাঁরা এখনই বলতে চাইছেন না। সৌরভ জানান, মালদাবাসী নিশ্চয়ই জানেন এদিন বিশেষ অতিথি হয়ে আছেন সৌরভ দর্শনা, এমনকী কিছু মানুষের সঙ্গে কথাও হয়েছে তাঁদের। কিন্তু তাঁরা পৌঁছতে পারলেন না‌। তাঁদের নামে যাতে কোনও ভুল বার্তা না যায় সাধারণ মানুষদের কাছে, সেই কারণেই সমাজমাধ্যমে এসে পুরো সত্যিটা জানালেন সৌরভ-দর্শনা।