নতুন বছর আসছে আর হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি। বছরের শুরু হতে চলেছে এক রহস্যের সমাধানের মাধ্যমে। আসছে টলিউডের নতুন ছবি। ফের থ্রিলার নিয়ে বড়পর্দায় আসছেন পরিচালক অয়ন দে। ছবির নাম 'হাতিমগড়ের হত্যাকাণ্ড'। ছবির প্রযোজনায় দে টকিজ। ছবির সঙ্গীত পরিচালনায় প্রীতম দেব ও কণ্ঠে নচিকেতা চক্রবর্তী।
মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে সত্যম ভট্টাচার্য ও রূপসা মুখোপাধ্যায়কে। সত্যমকে এর আগে ছবি ও সিরিজের দুনিয়ায় দর্শক বিভিন্ন চরিত্রে দেখেছেন। তবে এই ছবিতে তাঁকে প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। জানা যাচ্ছে, অভিনেতার লুকেও আসবে চমক।
ছবির গল্পে নেহা, সায়ন এবং তাঁদের দুই বন্ধু হাতিমগড় এলাকার সায়নের বাগানবাড়িতে নিউ ইয়ার সেলিব্রেট করতে যায়। সেখানে সেই রাতে বাড়ির কেয়ার টেকার মার্ডার হয়ে যায়, ইন্সপেক্টর দেব রায় সেই কেসের তদন্ত করতে আসে, প্রাথমিক ভাবে নেহাকে খুনি মনে হলেও, সেই তদন্ত করতে গিয়ে আরও কিছু বড় ঘটনা সামনে চলে আসে, এবং নারী পাচারের মতো ঘটনার সঙ্গেও এই হত্যাকাণ্ডের কিছু যোগসূত্র পাওয়া যায়।
জানা যাচ্ছে, এই গল্পটার প্রতিটা চরিত্র গ্রে শেডের। প্রতিকেই কোনও না কোনও ভাবে নেহাকে ঈর্ষা করে, তাই পুলিশের চোখে প্রাথমিক ভাবে নেহাকে খুনি মনে হলেও, পরে আসল ঘটনা সামনে চলে আসে। কিন্তু কীভাবে সমাধান হবে এই হত্যাকাণ্ডের? সেই নিয়েই এগোবে ছবির গল্প।

পরিচালক অয়ন দের কথায়, "এই ছবিটি মূলত একটা মার্ডার মিস্ট্রি। থ্রিলার ঘরানা সব সময় টানে আমায়। এই ঘরানার ছবি দেখতেও যেমন পছন্দ করি, তেমন তৈরি করতেও পছন্দ করি। কিন্তু এই গল্পটা মার্ডার মিস্ট্রি হলেও এটা কিছুটা অগাথা ক্রিস্টির স্টাইলে স্টোরি লাইন হবে। আট থেকে ৮০ সব ধরনের দর্শক ছবিটা পছন্দ করবেন বলে আশা করি।"
সত্যম বলেন, "এবার রহস্যের উল্টো পিঠে আমি। বুদ্ধির খেলায় মার্ডার মিস্ট্রি সমাধান করব। একটু তো চ্যালেঞ্জিং, তবে বেশ অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে মনে হচ্ছে। নতুন বছরে নতুন চরিত্রে নিয়ে আশাবাদী।"
অভিনেত্রী রূপসার কথায়, "নায়িকার চরিত্রে আগেও অভিনয় করেছি, তবে এই চরিত্রটা বড্ড অন্যরকম। আমি একটু চ্যালেঞ্জিং কাজের খোঁজ করছিলাম, আর এই ছবিটার মধ্যে সেই আঁচ পেয়েছি। অয়নের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ও যেভাবে গল্পটা সাজিয়েছে, আমার চরিত্রটা যেভাবে তৈরি করেছে, তাতে আরও কাজের ইচ্ছেটা বাড়িয়ে দিয়েছে।"
