সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 

 

প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ সারা!

 

 

প্রাক্তন প্রেমিকের সঙ্গে এবার একই ছবিতে অভিনয় করছেন সারা আলি খান। অভিনেত্রীর আসন্ন ছবির শুটিং চলছে উত্তরাখণ্ডে মুসৌরিতে। অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবির নাম 'স্কাই ফোর্স'। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, সারা আলি খান এবং বীর পাহাড়িয়া। বলিপাড়ায় গুঞ্জন, জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার দাদা বীর পাহাড়িয়ার সঙ্গে সারা একসময়ে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। এবার মুসৌরিতে তাঁদের ছবির একটি গানের শুটিংয়ের দৃশ্য উঠে এসেছে নেটপাড়ায়। সেই থেকেই ছড়িয়েছে জল্পনা।

 

 

রহস্যে আয়ুষ্মান!

 

 

'যশ রাজ ফিল্মস'-এর প্রযোজনায় কাজ করতে চলেছেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা। সমীর সাক্সেনার পরিচালনায় রহস্যে মোড়া থ্রিলার ঘরানার ছবিতে দেখা যাবে আয়ুষ্মানকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির শুটিং শুরু হবে ২০২৫-এর জানুয়ারি থেকেই। তবে এই মুহূর্তে ছবি প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নির্মাতা। 

 

 

আমিরের স্বপ্নের ছবি

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমির খান বলেন, "নতুনদের সুযোগ দিতে চাই। অভিনেতা দু-তিন বছরে একটা চলচ্চিত্রে কাজ করি। তবে প্রযোজক হিসাবে বছরে অন্তত একটা চলচ্চিত্র করব। আমার স্বপ্ন হল 'মহাভারত' নিয়ে কাজ করার। যদিও খুব কঠিন কাজ, অনেক সাহস নিয়ে ময়দানে নামতে হবে। "