চলতি বছরের শুরুতে অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনাকে ঘিরে পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে, সে কথা প্রকাশ্যে স্বীকার করলেন অভিনেত্রী সারা আলি খান। তাঁর কথায়, বছরের শুরুটা তাঁদের পরিবারের জন্য ছিল অত্যন্ত দুঃসহ।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর ও সারা আলি খান। ঠাকুরমা ও নাতনির এই কথোপকথনে সোহা তাঁদের দু’জনকে প্রশ্ন করেন, একজন আরেকজনের কাছ থেকে কী শিখেছেন।

এই প্রসঙ্গে সারা বলেন, “সবচেয়ে কঠিন সময়েও মর্যাদা আর শালীনতা কীভাবে বজায় রাখতে হয়, সেটাই আমি শিখেছি। পরিবার হিসাবে আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি, বিশেষ করে এই বছরের শুরুতে আব্বা (সইফ)-কে ঘিরে।”

উল্লেখ্য, ১৬ জানুয়ারি বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, চুরির উদ্দেশ্যে অভিযুক্ত শেহজাদ অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। হামলায় সইফ গুরুতর জখম হন। তাঁর মেরুদণ্ড-সহ শরীরের একাধিক অংশে আঘাত লাগে। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পাঁচ দিন চিকিৎসার পর ২১ জানুয়ারি ছাড়া পান। এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে স্তম্ভিত করে এবং তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

সারা আরও বলেন, “এই সময়ে যেভাবে উনি নিজেকে সামলে রেখেছেন এবং ভেঙে পড়েননি, ওটাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা।”

নিজের জীবনে ঠাকুরমা শর্মিলা ঠাকুরের কোন গুণটি গ্রহণ করতে চান, সে প্রসঙ্গে সারা জানান, “বড়ি আম্মি (ঠাকুরমা) অসম্ভব মর্যাদাবান একজন মানুষ। সেই শালীনতা আর দৃঢ়তাই আমি নিজের জীবনে রপ্ত করতে চাই।”

সইফ ও অমৃতা সিংয়ের কন্যা সারা। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে, যা অনুরাগ বসুর ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘লাইফ ইন আ… মেট্রো’-র সিক্যুয়েল। ছবিটিতে অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, আলি ফজল ও ফাতিমা সানা শেখের মতো একঝাঁক অভিনেতা অভিনয় করেছেন।

শহুরে পটভূমিতে তৈরি এই ছবির গল্পে আধুনিক সম্পর্কের টানাপোড়েন, একাকীত্ব ও আবেগের ভঙ্গুরতাকে একাধিক সমান্তরাল প্রেমকাহিনির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবির নামটির সঙ্গেও ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবির জনপ্রিয় গান ‘ইন দিনো’-র একটি যোগ রয়েছে।
আগামী দিনে সারাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বির সঙ্গে ‘পতি পত্নী অউর উওহ দো’ ছবিতে।