সংবাদ সংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালি মানেই জাঁকজমক, চমকে দেওয়ার প্রতিশ্রুতি। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে ‘গাঙ্গুবাই’— প্রতিটি ছবিতে সৌন্দর্য, আবেগ আর শক্তিশালী অভিনয়ের ককটেল। এবার তাঁর পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে রীতিমতো তোলপাড় বলিউড। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে তৈরি এই ড্রামা ইতিমধ্যেই ৫০% শুটিং শেষ করেছে। এবার আগস্ট থেকে শুরু হচ্ছে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ সিকোয়েন্সগুলোর শ্যুট।
সূত্র মারফত জানা গিয়েছে, আগস্ট থেকে বনশালি এমন কিছু মুখোমুখি দৃশ্য শুট করতে চলেছেন, যা বলিউডে রণবীর ও ভিকিকে একদম নতুন ভাবে তুলে ধরবে। ছবির দুই পুরুষ চরিত্রের মাঝে মুখোমুখি সংঘাত-ভিত্তিক দৃশ্যের জন্য তৈরি হচ্ছে এক বিশাল স্টুডিও সেট। এই দৃশ্যগুলিতে থাকবে উচ্চ আবেগ, তীক্ষ্ণ সংলাপ, এবং ধুন্ধুমার নাটকীয়তা! বনশালির র টিম ইতিমধ্যেই ১০০ দিনের শ্যুট শেষ করেছে এবং বাকি ৯০ দিন। আগামী মাসগুলোতে পুরো ফোকাস থাকবে চূড়ান্ত দুই নায়কের ক্ল্যাশ সিকোয়েন্স, নাটকীয় মোড় ও বড়পর্দায় হৃদয় ভাঙার মুহূর্তগুলো নির্মাণে।
অক্টোবরের পর ইউরোপে হবে আউটডোর শুটিং—রোমে রেকিও সেরে ফেলেছেন ভন্সালি স্বয়ং। রোম, ভেনিস ও ফ্লোরেন্সের কিছু ক্লাসিক লোকেশনে শ্যুট হবে রণবীর-আলিয়ার রোমান্স এবং কিছু আবেগঘন দৃশ্য। সূত্র আরও জানাচ্ছে, আলিয়ার কেন্দ্রিক কিছু হাই-এনার্জি দৃশ্যের জন্য অক্টোবর-নভেম্বরে বিশেষ আলাদা শিডিউল বরাদ্দ করা হয়েছে।
এদিকে, শ্যুটিং শিডিউলের ফাঁকে ফাঁকে বনশালির টিম একাধারে এডিটিং ও সাউন্ড ডিজাইন-এর কাজ চালিয়ে যাচ্ছে, যাতে মুক্তির সময় কোনওরকম দেরি না হয়। ছবিটি ২০২৫ সালের মার্চ মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে, এবং আপাতত সেই টাইমলাইনেই এগোচ্ছে প্রজেক্ট।
এটা শুধু একটা সিনেমা নয়, এটা তিনজন তারকা অভিনীত এক বিশুদ্ধ সিনেম্যাটিক যুদ্ধ। বনশালি নিজেই চিত্রনাট্য ঘষামাজা করতে বহুদিন সময় ব্যয় করেছেন, যাতে প্রতিটি সংলাপ, প্রতিটি সংঘর্ষ, প্রতিটি আবেগ— দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে।শোনা যাচ্ছে, ছবির সঙ্গীত-ও হতে চলেছে এক বড় ইউএসপি। বনশালি নিজেই মিউজিক কম্পোজিশনের কাজ তদারকি করছে, এবং কিছু ট্র্যাডিশনাল মেলোডি ও ওয়াল্টজ-স্টাইল গান থাকছে ছবিতে।
প্রসঙ্গত, কথায় বলে 'হিস্ট্রি রিপিটস্ ইটসেল্ফ'। এই প্রবাদবাক্য যেন বারবার মিলে যায় শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বনশালির ক্ষেত্রে। ফের একবার বক্স অফিসে ধুন্ধুমার লড়াই হতে চলেছে শাহরুখ খান ও সঞ্জয় লীলা বনশালির। এবার তাতে যোগ দিলেন রণবীর কাপুরও। ছবি দুটির নাম? 'কিং' ও 'লভ অ্যান্ড ওয়ার'।২০০৭-এর দীপাবলির মরশুমে একসঙ্গে মুক্তি পেয়েছিল শাহরুখের 'ওম শান্তি ওম' এবং বনশালির 'সাঁওয়ারিয়া'। বনশালির ছবিকে এককথায় একা হাতে চিৎপাত করে দিয়েছিলেন শাহরুখ। সেবার 'ওম শান্তি ওম'-এর মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন দীপিকা পাডুকোন এবং 'সাঁওয়ারিয়া'র মাধ্যমে রণবীর কাপুর। সেবার বাজি হারলেও এর শোধ বনশালি তুলেছিলেন ২০১৫ সালে। বড়দিনের মরশুমে বক্স অফিসে ফের শাহরুখের মুখোমুখি হয়েছিলেন তিনি। 'বাদশা'র 'দিলওয়ালে'কে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি তাঁর 'বাজিরাও মস্তানি'! স্কোরবোর্ড গিয়ে দাঁড়াল ১-১।খবর, ২০২৬-এর ঈদে একসঙ্গে মুক্তি পাবে শাহরুখের 'কিং' এবং বনশালির'লভ অ্যান্ড ওয়ার'। বনশালির তরফে তাঁর এই নয়া ছবি মুক্তির তারিখ ঘোষনা করা হলেও শাহরুখের প্রয়োজনে সংসার তরফে এখনো এরকম ঘোষণা আসেনি।
