নিজস্ব সংবাদদাতা: প্রথম ছবি ‘বেলাইন’-এর পর ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরছেন শমীক রায়চৌধুরী। ফের থ্রিলারের মোড়কে গল্প বুনেছেন পরিচালক। এই ছবির পরিচালনার পাশাপাশি ছবির গল্প লিখেছেন স্বয়ং শমীক রায়চৌধুরী। ছবি মুক্তির আগেই কি নতুন ছবির পরিকল্পনায় শমীক? অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে নিয়ে ভাবছেন পরবর্তী থ্রিলার?
আপাতত সুস্মিতার সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন পরিচালক। তবে আগামী ছবির চিত্রনাট্য তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছেন শমীক। এবারও কি রহস্যের ছাপ থাকবে গল্পে? জানা যাচ্ছে রহস্য ঢোকেনি গল্পে। তবে লেখা চলছে, রহস্য নিয়ে কাজ করতে ভাল লাগে পরিচালকের।তাই এই গল্পেও হয়তো সেই ছোঁয়া থাকবে।
টলিপাড়ার অন্দরের খবর, আগামী ছবিতে নাকি সুস্মিতাকে নায়িকার চরিত্রে ভেবেছেন পরিচালক। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। নায়িকা কিংবা পরিচালক এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ।
প্রসঙ্গত, শমীকের 'মায়া সত্য ভ্রম'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর এবং পিন্টু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, দেবপ্রিয় মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী এবং পিঙ্কল নন্দীকে।
