ভিন্ন সময়কালের বাংলার কুখ্যাত অপরাধীদের নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। বাংলা জি ফাইভে আসছে থ্রিলার সিরিজ 'গণশত্রু'। রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আয়ুষ দাস, পারমিতা মুখোপাধ্যায় অভিনীত এই সিরিজে পাঁচজন সমাজবিরোধীর গল্প উঠে আসবে, যারা বিভিন্ন সময়ে এ রাজ্যের ত্রাস ছিল। পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ নির্দেশক-মধুরা পালিত, শমীক রায়চৌধুরী, অভিরূপ ঘোষ, শ্রীমন্ড সেনগুপ্ত, সায়ন দাশগুপ্ত।

 

 

 

 

ব্রিটিশ আমলে কলকাতা শহরে একের পর এক নারীহত্যা করে কুখ্যাত হয়েছিল ত্রৈলোক্যতারিণী। গয়নার লোভে, যৌনকর্মীর বেশে খুন করত সে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের 'দারোগার দপ্তর'-এ উল্লেখ পাওয়া যায় ত্রৈলোক্যের। সিরিজে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। রুদ্রনীল ঘোষ করছেন হুব্বা শ্যামলের চরিত্র। ত্রৈলোক্য এবং হুব্বা ছাড়াও সিরিয়াল কিলার চেনম্যান, পরিবারের সদস্যদের খুন করে হাজতবাস করা সজল বারুই, বউবাজার বিস্ফোরণের পাণ্ডা রশিদ খানের গল্প উঠে আসবে এই থ্রিলারে। 

 

 

 

সজল বারুই-এর গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক রায়চৌধুরী। এর মাধ্যমেই প্রথম সিরিজ পরিচালনা করছেন তিনি। ওটিটির দুনিয়ায় এই প্রথমবার হাত পাকাতে চলেছেন পরিচালক। তাঁর গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ দাস ও পারমিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়েছে এই সিরিজের শুটিং। খুব তাড়াতাড়িই জি ফাইভের পর্দায় দেখা যাবে অপরাধ জগতের এই গল্প। 

 

 

 

 

 

প্রসঙ্গত, প্রথম ছবি ‘বেলাইন’-এর পর ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরেছেন শমীক রায়চৌধুরী। শমীকের 'মায়া সত্য ভ্রম'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর এবং পিন্টু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, মনোজ মিশিগান, দেবেশ রায়চৌধুরী, পারমিতা মুখোপাধ্যায় এবং পিঙ্কল নন্দীকে। 

 

 

আরও পড়ুন: মঞ্চ এবার মোবাইলে! মুঠোফোনে ধরা দেবে ৩০০টির বেশি নাটক, দেখবেন কোন অ্যাপে?

 

 

প্রথম ছবিতেই দারুণ প্রশংসিত হয়েছিলেন শমীক। বরাবরই থ্রিলারের ছোঁয়া দেখা যায় তাঁর গল্পে‌। এবার সিরিজেও সেই ধাঁচ বজায় রাখলেন পরিচালক। একসঙ্গে পাঁচটি গল্পের সমন্বয়ে তৈরি এই সিরিজটি বলবে বাস্তবের গল্প। এর আগে আলাদা করে এই গল্পগুলোর বিভিন্ন বাস্তবরূপ পর্দায় ফুটে উঠেছে। কিন্তু এবার অপরাধ জগতের পাঁচ কুখ্যাত ব্যক্তিকে একসঙ্গে পর্দায় ফুটিয়ে তুলবেন পাঁচ পরিচালক।