সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়ের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও।

 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সময় রায়না আবারও আইনি জটিলতায় পড়েছেন। এইবার সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে অসংবেদনশীল মন্তব্যের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। রায়নার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক শিশুর স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির মতো রোগ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে 'কিওর এসএমএ ফাউন্ডেশন অব ইন্ডিয়া' সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে, যেখানে তারা এসএমএ চিকিৎসার উচ্চ ব্যয়ের বিষয়টি তুলে ধরেছে।

 


সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এই অভিযোগ নিয়ে বলেন, "আমরা এই অভিযোগে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই ধরনের ঘটনাগুলিকে রেকর্ডে রাখি, সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব, পরামর্শ দেব সংশোধনের। তারপর সিদ্ধান্তে আসব।"

 


প্রসঙ্গত, এসএমএ একটি বিরল ও গুরুতর রোগ, যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম প্রায় ১৬ কোটি টাকা। এই ওষুধের উচ্চ মূল্য দেশের অধিকাংশ মানুষের নাগালের বাইরে। এই প্রেক্ষিতে, রায়নার মন্তব্যকে অসংবেদনশীল ও অনুচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট।