অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তারপর আর মধুচন্দ্রিমা বা লম্বা ছুটি নয়। বিয়ের মাত্র চার দিন পরই তিনি আবার সেটে ফিরলেন। শুরু করলেন তাঁর নতুন ছবির শুটিং।
শুক্রবার সামান্থা নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন যে, তিনি কাজে ফিরেছেন। তিনি ভ্যানিটি ভ্যানে বসে মেকআপ আর্টিস্ট অবনী রমভিয়া এবং পরিচালক নন্দিনী রেড্ডির সঙ্গে আড্ডার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, টি-শার্ট এবং জিন্স পরা সামান্থা চুল ঠিক করাচ্ছেন, আর তাঁর হাত-পায়ে এখনও রয়েছে বিয়ের মেহেন্দির নকশা।
৩০ নভেম্বর থেকেই গুঞ্জন উঠেছিল যে, রাজ এবং সামান্থা কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে বিয়ে করতে চলেছেন। ১ ডিসেম্বর সামান্থা নিজেই লিঙ্গ ভৈরবীর কাছে ‘ভূতশুদ্ধি বিবাহ’-র ছবি পোস্ট করে সেই খবর নিশ্চিত করেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু নন্দিনী রেড্ডি, শিল্পা রেড্ডি ও ক্রেশা বাজাজের উপস্থিতিতে নিয়ম-আচার মেনে সম্পন্ন হয় তাঁদের বিবাহ।
বিশেষ দিনে সামান্থা সেজে উঠেছিলেন টুকটুকে লাল ভারী কাজের বেনারসিতে, নামমাত্র মেকআপ, খোঁপায় ফুল, হাতে মেহন্দি, গা ভর্তি সোনার গয়না। রাজের পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট। হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে অনুরাগীদের সুখবর দিলেন তাঁরা। তাঁদের বিবাহ ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে বিনোদন দুনিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।
২০২৫ সালে সামান্থা প্রযোজনা করেছেন ‘শুভম’ নামে একটি ছবি। ২০২৪-এ তিনি অভিনয় করেছেন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে। রাজ–ডিকে জুটির সঙ্গে তিনি ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল’-এ কাজ করেছেন।
বর্তমানে সামান্থা অভিনয় করছেন ‘মা ইনটি বঙারম ’ ছবিতে। প্রযোজনার দায়িত্বেও তিনি। পরিচালক নন্দিনী রেড্ডি। ছবিতে তাঁর সঙ্গে আছেন গুলশন দেবাইয়া এবং দিগন্ত।
সামান্থা ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহিত ছিলেন। নাগা বর্তমানে অভিনেত্রী শোভিতা ধুলিপালার স্বামী। ৪ ডিসেম্বর তাঁরা বিয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছেন।
অন্য দিকে, রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামালি দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কবে তাঁদের বিচ্ছেদ হয়েছে, তা জানা যায়নি।
কয়েকদিন আগে নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায়। এক ছবিতে তাঁরা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন, রাজও তাঁকে আলতো করে জড়িয়ে রেখেছেন। অন্য ছবিতেও তাঁদের একসঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। ছবিগুলির মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন। তখন থেকেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। এবার তাতে শিলমোহর বসালেন তাঁরা নিজেই।
বহু জল্পনা–কথা ও বিতর্কের ভিড় পেরিয়ে অবশেষে নতুন অধ্যায়ে পা রাখলেন তাঁরা। শুটিং ফ্লোরের সৌহার্দ্য আর কর্মসূত্রে ঘনিষ্ঠতা এবার রূপ নিল জীবনের পথে একসঙ্গে পথচলার সিদ্ধান্তে। শুধু রূপোলি পর্দায় নয়, এবার বাস্তবেও একই ছাদের তলায় নতুন করে সংসার গড়ার পালা।
