দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক-প্রযোজক রাজ নিদিমোরুর ব্যক্তিগত জীবন সম্প্রতি এক নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের জল্পনার অবসান ঘটিয়ে গত ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে এক আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঐতিহ্যবাহী পদ্ধতিতে অনুষ্ঠিত এই আড়ম্বরহীন বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নবদম্পতিকে প্রথমবার জনসমক্ষে একত্রে দেখার জন্য।
অবশেষে, শনিবার সেই প্রতীক্ষার অবসান ঘটল। কিছুদিন কিছুদিন পরেই, সামান্থা ও রাজকে হায়দ্রাবাদ বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল। এটি ছিল তাঁদের বৈবাহিক জীবনের প্রথম 'পাবলিক অ্যাপিয়ারেন্স', যা দ্রুতই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে।
বিমানবন্দরে তাঁরা দু’জনই বেছে নিয়েছিলেন অত্যন্ত আরামদায়ক ক্যাজুয়াল পোশাক। সামান্থাকে দেখা যায় একটি ধূসর রঙের কার্ডিগান ও কালো ট্রাউজারে। এই সাজে তাঁর সদ্য বিবাহিতা রূপের উজ্জ্বলতা যেন আরও বেশি করে ফুটে উঠছিল। অন্যদিকে, রাজ নিদিমোরুও কালো ট্রাউজারের সঙ্গে ধূসর টি-শার্ট এবং একটি ম্যাচিং জ্যাকেটে ধরা দেন। কোনওরকম বাড়তি দৃষ্টি আকর্ষণ না করে, মৃদু হাসি বিনিময় করতে করতে তাঁরা বিমানবন্দরের দিকে এগিয়ে যান। তাঁদের চেহারায় নতুন জীবনের সূচনার এক শান্ত ও স্নিগ্ধ পরিতৃপ্তি স্পষ্ট ছিল।
বিয়ে নিয়ে প্রথম থেকেই গোপনীয়তা বজায় রাখলেও, রাজের বোন শীতল নিদিমোরু সম্প্রতি মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে এই বিশাল পরিবর্তনের পরেও সামান্থা এবং রাজ দু’জনেই কাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা বজায় রেখেছেন। বিয়ের পর চার দিনের মধ্যেই সামান্থা তাঁর নতুন প্রযোজনা উদ্যোগের ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর শুটিংয়ে ফিরে যান। অন্যদিকে, রাজ নিদিমোরুও তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর সাফল্য উদযাপনের পার্টিতে যোগ দিয়ে সকলকে চমকে দেন।
প্রসঙ্গত, রাজ-সামান্থার বিয়ের পরেই রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের বিস্ফোরক কিছু মন্তব্য নিমেষে ভাইরাল হয়েছিল। সেই সময় নেটিজেনদের রোষের মুখেও পড়েছিলেন রাজ-সামান্থা। তবে কটাক্ষের জবাব দেননি তাঁরা। নিজেদের নতুন জীবন শুরুর পথে কোনওরকম কটুক্তিকে স্থান দিতে নারাজ এই যুগল।
