বলিউডের সফল নায়ক-পরিচালক জুটির সংখ্যা নেহাত কম নয়। সলমন খান এবং সুরজ বরজাতিয়া সেই তালিকায় অন্যতম। কেরিয়ারের প্রথম হিট ম্যায়নে প্যায়ার কিয়া সলমন পেয়েছিলেন সুরজের হাত ধরেই। এরপর পরিচালকের হাম আপকে হ্যায় কউন, হাম সাথ সাথ হ্যায়-র সুবাদে দর্শকের ঘরের ছেলে হয়ে ওঠেন অভিনেতা। আর এই সব ছবিতেই তাঁর চরিত্রের নাম প্রেম। আজও প্রেম এবং সলমন যেন সমার্থক।

সূত্রের খবর, পর্দায় ফের প্রেমকে ফিরিয়ে আনছেন সুরজ। আরও একবার সেই চরিত্রে প্রাণ ছোঁয়াবেন সলমন। ছক ভাঙা কিছু নয়, বরং অ্যাকশন-থ্রিলারের রমরমার মাঝে নয়ের দশকের আমেজ ফিরিয়ে আনার পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক ছবি করবেন সুরজ।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুরজ বলেন, "এখনও কিছুটা সময় আছে। আমরা সলমন ভাইয়ের সঙ্গে ছবিটির গল্প নিয়ে কাজ করছি। তবে উপযুক্ত চিত্রনাট্যও থাকতে হবে। আমরা শীঘ্রই ছবিটি ঘোষণা করব, সম্ভবত নভেম্বরে। এতে প্রতিষ্ঠিত অভিনেতারা রয়েছেন। তবে আমরা ছবিটি নিয়ে বেশি কথা বলতে পারছি না। এটি একটি পারিবারিক ছবি হবে। থাকবে প্রেমও। যে জগৎটা এতদিন আমাদের ছবি দেখিয়েছি, সেরকমই কিছু আসতে চলেছে।"

সলমনের বয়স অনুযায়ী চিত্রনাট্য লিখবেন সুরজ। যাতে নায়কের চরিত্রটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাঁর কথায়, "সলমনের সঙ্গে আমরা নতুন কিছু করব না। পারিবারিক ছবি বানানো হবে। যেখানে চরিত্ররা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পায়। কিন্তু সলমনের বয়স অনুযায়ী চিত্রনাট্য লিখতে হবে। একজন লেখক এবং পরিচালক হিসেবে এটি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ।"

সুরজ জানান, ছবির গল্প আবর্তিত হবে ছোট শহর থেকে আসা একটি ছেলে এবং একটি মেয়েকে ঘিরেযারা তাদের নিজস্ব পরিচয় খুঁজে বার করার চেষ্টা করে।

ম্যায়নে প্যায়ার কিয়া বক্স অফিসে ঝড় তুললেও প্রথমে তাঁকে মুখ্য চরিত্রে নিতে রাজি ছিলেন না সুরজ। প্রথম দেখায় অভিনেতা পরিচালকের উপর তেমন কোনও প্রভাব পড়েনি। কিন্তু সলমন ক্যামেরার সামনে আসার পর তাঁর ধারণা বদলে যায়।

আপাতত সময় ভাল নয় সলমনের। কর্মক্ষেত্রে তিনি বাধার সম্মুখীন। তাঁর 'ব্যাটেল অফ গলওয়ান' ছবির সেট মায়ানগরীতে তৈরি হলেও শুটিং হল না। ফের ছেদ পড়ল তাঁর কাজে। লরেন্স বিষ্ণোইয়ের হুমকির জেরেই কি এমনটা হল?

 

জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বইয়ের সেট ভাঙা হয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। পরিচালক অপূর্ব লাখিয়া দাবি করেছেন, চিত্রনাট্যের ধারাবাহিকতা বজায় রেখে শুটিং করতে চান তিনি। তাই, আপাতত, মুম্বইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। ছবির শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেবেন, রুপোলি শহরে কোনও গানের সিকোয়েন্স বা প্যাচওয়ার্ক করা দরকার কি না।

অতীতে কৃষ্ণসার হত্যার মামলায় জড়িয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের রোষের মুখে পড়েন সলমন। তাঁর বাড়িতে গুলিও চালানো হয়। পেশাগত ক্ষেত্রেও নানা বাধা। তার মাঝেই সুরজের নতুন ছবির খবর নিয়ে আশাবাদী নায়কের অনুরাগী। সলমনকে ফের পুরনো ছন্দে চাক্ষুষ করার অপেক্ষা।