সলমন খান সম্প্রতি লাদাখে তার আসন্ন অ্যাকশন ড্রামা ‘ব্যাটল অব গালওয়ান’এর শুটিং শেষ করে মুম্বইয়ে ফিরেছেন। এখন খবর মিলেছে, আগামী সপ্তাহেই ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, এই শিডিউল হবে মুম্বইয়ে, এবং এটিকেই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে ধরা হচ্ছে। কারণ, এখানে শুধু অ্যাকশন নয়, আবেগঘন দৃশ্যগুলিও ক্যামেরাবন্দি করার পরিকল্পনা রয়েছে পরিচালকদের।
সর্বভারতীয় সংবাধমাধ্যমকে দেওয়া তথ্যে এক সূত্র জানিয়েছেন , “লাদাখে মাইনাস ১০ ডিগ্রির নিচে তাপমাত্রায় শুট করেছেন সলমন এবং পুরো ইউনিট। এমনকি শারীরিক চোট নিয়েও কম অক্সিজেন আর কঠিন আবহাওয়াকে উপেক্ষা করে শুটিং করেছেন অভিনেতা।”
সেই ব্যক্তি আরও যোগ করেন, “দলটি আসল লোকেশনে কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং নাটকীয় দৃশ্য শুট করেছে। সলমনও ছোটখাটো আঘাত পেয়েছেন, তাই তিনি পরের এক সপ্তাহ বিশ্রামে থাকবেন। এর পর মুম্বইয়ে দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হবে। প্রায় ৪৫ দিন ধরে ছবির শুটিং হয়েছে লাদাখে, যার মধ্যে সলমন ছিলেন ১৫ দিন নিজের দৃশ্যের জন্য। আগামী সপ্তাহ থেকেই ব্যাটল অব গালওয়ান–এর দ্বিতীয় শিডিউল মুম্বইয়ে শুরু হবে।”
ছবির রিলিজের সঠিক তারিখ এখনও গোপন রাখা হয়েছে। তবে নির্মাতারা শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করবেন। জুলাই মাসে সলমন তাঁর ভক্তদের জন্য ‘ব্যাটল অব গালওয়ান’এর প্রথম ঝলক দেখান, যা খানের এক অত্যন্ত প্রখর এবং দেশভক্তিমূলক চরিত্রের ইঙ্গিত দিয়েছে। মোশন পোস্টারে তাঁকে দেখা যায় একটি দৃঢ়, যুদ্ধসজ্জিত অবতারে— রক্তাক্ত মুখ, চোখে প্রবল সংকল্প। কোনও সংলাপ ছাড়াই, কেবল সামরিক উত্তেজনার শব্দ ছবির মূল থিমকে তুলে ধরেছে, যা সাহস, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের গভীরতাকে প্রতিফলিত করছে।
অপুর্ব লখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষকে তুলে ধরে যেখানে ভারতীয় এবং চিনা সেনারা অস্ত্র ছাড়াই মোকাবিলা করেছিলেন। এই বিরল সীমান্ত সংঘর্ষে সৈন্যরা লাঠি এবং পাথরের সাহায্যে হাতাহাতি করেছিলেন, যা সাম্প্রতিক ভারতের ইতিহাসে সবচেয়ে আবেগঘন ঘটনার মধ্যে একটি।
প্রভাবশালী বিষয়বস্তু এবং শক্তিশালী কাস্টের সঙ্গে ‘ব্যাটল অব গালওয়ান’ ভারতের সশস্ত্র বাহিনীকে নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে অন্যতম একটি হতে চলেছে। সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।
অন্যদিকে, পর্দায় ফের ‘প্রেম’কে ফিরিয়ে আনছেন সুরজ বজরাতিয়া। এবং আরও একবার সেই চরিত্রে প্রাণ ছোঁয়াবেন সলমন। ছক ভাঙা কিছু নয়, বরং অ্যাকশন-থ্রিলারের রমরমার মাঝে নয়ের দশকের আমেজ ফিরিয়ে আনার পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক ছবি করবেন সুরজ।
