সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নিরাপত্তাহীন সলমন!
প্রাণনাশের হুমকির পর আরও জোরালো হয়েছে সলমন খানের নিরাপত্তা। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমের ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুম্বই শহরের রাস্তায় কালো-হলুদ রঙের ট্যাক্সি থেকে নেমে আসছেন 'ভাইজান'। এমন দৃশ্য দেখে অবাক তাঁর অনুরাগীরা। এমন ঝুঁকিবহুল পরিস্থিতির মধ্যেও সাধারণ যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন ভাইজান? নিরাপত্তাই বা কোথায়? প্রশ্ন অনুরাগীদের। তবে জানা যাচ্ছে, এই ভিডিয়ো আসলে তাঁর আসন্ন ছবি ‘সিকান্দর’-এর শুটিং-এর। তাই এই কালো-হলুদ ট্যাক্সিতে উঠে শুটিং করছিলেন তিনি।
অটোচালককে কী পুরস্কার দিলেন সইফ?
কঠিন পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক ভজন সিং রানার সাথে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন সইফ আলি খান। অভিনেতার মা শর্মিলা ঠাকুর তাঁর প্রশংসা ও আশীর্বাদ করেছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সইফ আলি খান ৫০ হাজার টাকা পুরস্কারমূল্য তুলে দেন অটোচালকের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ভজন।
রশ্মিকার খেয়ালে ভিকি
চলছিল 'সিকান্দর'-এর শুটিং। তাঁর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার। এই ঘটনার পর রশ্মিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা গিয়েছে। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভাল ভাবে হাঁটতেও পারছেন না রশ্মিকা। এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই অবস্থায় 'ছাবা'র প্রচারে দেখা গেল তাঁকে। এক পায়ে ভর দিয়ে মঞ্চে এলেন অভিনেত্রী। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সহ-অভিনেতা ভিকি কৌশল। দুই তারকার এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
