সংবাদসংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর লরেন্স বিষ্ণোই-এর নিশানায় এখন সলমন খান। বার বার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের তরফে। 

 


এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। এখন ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। কড়া নিরাপত্তায় সেরেছেন 'সিকান্দর'-এর শুটিংও। 

 


যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে। কিন্তু নতুন বছর পড়তেই আরও কড়া হল সলমনের নিরাপত্তা। এদিকে, 'সিকান্দর'-এর প্রথম ঝলক সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে নেটপাড়ায়। টিজারের সংলাপে যেন দুষ্কৃতীদের তাক করেই বার্তা দিচ্ছেন সলমন, এমনটাই অনুমান নেটিজেনদের।

 

 

ছবির ঝলক প্রকাশ্যে আসার পরেই সলমনের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বদলে দেওয়া হচ্ছে তাঁর বাড়ির জানলার কাচ। অনুরাগীদের অনুমান, ছবির ঝলকের জেরে কি ফের 'ভাইজান'-এর কাছে কোনও হুমকি এসেছে? যদিও এর উত্তর এখনও পর্যন্ত মেলেনি।‌ প্রসঙ্গত, চলতি বছর ঈদে মুক্তি পাবে 'সিকান্দর'। ছবিতে প্রথমবার সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ, প্রতীক বব্বর, শরমন জোশী, কাজল আগরওয়াল।