রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। সেখানেই এক আলোচনায় নিজের অভিনয় দক্ষতা নিয়ে বেশ বিনয়ী মন্তব্য করতে দেখা যায় তাঁকে। সলমন দাবি করেন, তিনি নাকি খুব বড় মাপের অভিনেতা নন। এমনকি আবেগঘন দৃশ্যে কান্নার সময় দর্শকরা তাঁকে দেখে হাসেন বলেও মজা করে মন্তব্য করেন তিনি। তবে অনুরাগীরা তখনই তাঁর এই বক্তব্য খারিজ করে দেন। আর তাতেই মুখে হাসি ফুটে ওঠে ‘ভাইজান’-এর।

উৎসবে নিজের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, “এই প্রজন্ম থেকে অভিনয়টাই যেন হারিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় না আমি খুব অসাধারণ অভিনেতা। আপনি দেখবেন আমি অনেক কিছু করছি। কিন্তু অভিনয় করতে দেখবেন না। ওটা আমার দ্বারা হয় না। যেটা সেই মুহূর্তে অনুভব করি, সেটাই করি। এই তো।”

উপস্থাপক যখন দর্শকদের জিজ্ঞাসা করেন সলমনের এই মূল্যায়নের সঙ্গে তাঁরা একমত কি না, তখন উপস্থিত অনুরাগীরা একবাক্যে ‘না’ বলেন। তখন সলমন হাসতে হাসতে যোগ করেন, “কখনও কখনও যখন আমি কাঁদি, তখন মনে হয় আপনারা আমাকে দেখে হাসেন।” সঙ্গে সঙ্গে দর্শকদের দিক থেকে জবাব আসে, “না, আমরা আপনার সঙ্গে কাঁদি।”

এই হৃদয়ছোঁয়া মুহূর্তে সলমনকে বেশ খুশি ও তৃপ্ত দেখায়। গোটা ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের মন্তব্যে ভরে যায় পোস্ট—কেউ লেখেন, ‘আপনিই সেরা অভিনেতা’, কেউ বলেন, ‘আপনি কাঁদলে আমরাও কাঁদি।’ আবার কারও মন্তব্য, ‘আপনার মতো করে আমাদের আর কেউ কাঁদাতে পারে না।’

কাজের দিক থেকে বলতে গেলে, সলমনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকন্দর’  বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। এবার তাঁকে দেখা যাবে অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অফ গালওয়ান’  ছবিতে। এই ছবিতে একজন ভারতীয় সেনা অফিসারের চরিত্রে অভিনয় করছেন সলমন। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনার সংঘর্ষের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবি। হাতাহাতি ও লাঠি-পাথরের লড়াইয়ে জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনা। সেই বিরল ও উত্তেজনাপূর্ণ ঘটনারই পর্দার ‘রূপ ব্যাটল অফ গালওয়ান’। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
এছাড়াও, সলমনের ঝুলিতে রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘কিক ২’।