জমে উঠেছে রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'। সলমন খান সঞ্চালিত এই শো-এ সম্প্রতি বেশ কিছু নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। এর কেন্দ্রে রয়েছেন সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। এই শো-এর সঞ্চালক সলমন খান সরাসরি তাঁর অলস আচরণ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এক প্রোমোতে সালমানকে বলতে শোনা যায়—“শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” আসলে আমালের অভ্যাস হল দিনের বেলা ঘুমিয়ে পড়া, যা শোয়ের নিয়মবিরুদ্ধ এবং দর্শক থেকে নির্মাতা—সবারই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমাল শুরুতে ছিলেন এই সিজনের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। কিন্তু ধীরে ধীরে তাঁর উদাসীন মনোভাব ও অলসতা তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। সলমনের এই মন্তব্য ইঙ্গিত করছে, দর্শকের চোখে তাঁর জনপ্রিয় ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে।
শো-তে আমালকে ঘিরে একাধিক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সলমন আমালকে বলেন, "আজ পর্যন্ত কেউ এত ঘুমায়নি এই শো-এ। আপনি কি ঘুমাতে এসেছেন? আসল আমাল মালিক কে? সেটা জানাতে এসেছেন তাই তো? তাই এবার জেগে উঠুন, কফি খান।" অন্য এক পর্বে আমাল মজা করে প্রতিযোগী নেহালকে ‘দল বদলু’ আখ্যা দেন। তিনি বলেন, “ওর থেকে সাবধানে থাকতে হবে।” শুধু তাই নয়, বাড়ির অন্যান্য প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি হাস্যরসের ছলে নিজের তৈরি গানও গেয়েছেন, যেখানে “অপছন্দের গান” নিয়ে খোঁচা দেওয়া হয়। যদিও অনেকে বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, তবু কারও কারও কাছে এটি কটাক্ষ হিসেবেই লেগেছে।

এদিকে শো-এর ভেতরে দিনের বেলা ঘুমানো নিয়ে বারবার নিয়ম ভাঙা হচ্ছে। বিগ বস নিজে প্রতিযোগীদের সতর্ক করে বলেছেন, “নিয়ম ভাঙা চলবে না, আমিই এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি।” এই বার্তায় স্পষ্ট, ঘরে শৃঙ্খলা বজায় রাখতে কোনও ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: বিরাট বিপদের মুখে কোক স্টুডিও খ্যাত পাক গায়িকা! অবসর নিচ্ছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান?
সব মিলিয়ে 'বিগ বস ১৯'-এর এই সিজনে আমাল মালিকের উপস্থিতি নানা মাত্রা যোগ করেছে। তিনি কখনও অলসতার জন্য সমালোচিত হচ্ছেন, কখনও আবার রসিকতায় সবার মুখে হাসি ফোটাচ্ছেন। তবে সলমন খানের মন্তব্য স্পষ্ট করে দিল—এই অলসতা যদি চলতেই থাকে, তবে শিল্পীর বাইরের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে।রিয়্যালিটি শো-এ প্রতিযোগীদের প্রতিটি আচরণ দর্শক বিচার করে। তাই আমালের জন্য সময় এসেছে কৌশল পাল্টে সক্রিয়ভাবে খেলায় মন দেওয়ার। নাহলে যে সমালোচনা শুরু হয়েছে, তা তাঁর কেরিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সন্দেহ করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, 'বিগ বস'-এর ঘরে এসে মনের কথা সাফ জানালেন সঙ্গীতশিল্পী আমাল মালিক। তিনি বলেছিলেন, "শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর। আমার সিনিয়র ছিলেন। ও খুবই ভাল মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনও ফাঁক নেই।" আমাল আরও বলেন, "শ্রদ্ধার 'স্ত্রী' ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে গোটা সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে। প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার আমাল বলিউডের অন্দরের গোপন কেচ্ছা ফাঁস করেন। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও। তাঁর বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, সুশান্ত সিং রাজপুতের যে পরিণতি হয়েছিল, কার্তিক আরিয়ানেরও একই পরিণতি করার চেষ্টা করেন অনেকে। সেই নিয়ে অনেক জলঘোলা হলেও বর্তমানে বিতর্কের আড়ালে আমাল।
