ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র- মহাভারত ধারাবাহিকের কর্ণ। আর সেই কর্ণের মুখ ছিলেন অভিনেতা পঙ্কজ ধীর।  বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর। বয়স হয়েছিল ৬৫। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিউড ও টেলিভিশন জগতে।

মুম্বইয়ে বৃহস্পতিবার সম্পন্ন হয় পঙ্কজ ধীরের শেষকৃত্য। বিদায় মুহূর্তে উপস্থিত ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বহু সহকর্মী, বন্ধু ও অনুরাগী। সেই তালিকায় ছিলেন সলমন খানও। নিজের ব্যস্ত সময়সূচি  তো বটেই লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানে হাজির হন 'টাইগার'। প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই। বেরিয়ে উপস্থিত হয়েছিলেন প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়াতে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সবুজ শার্ট ও জিন্স পরে সলমন শান্তভাবে এগিয়ে যাচ্ছেন শশ্মানের দিকে, পাশে নিরাপত্তাকর্মীরা। অভিনেতা গিয়ে একে একে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, আলিঙ্গন করেন প্রয়াত অভিনেতার ছেলে নিকিতিন ধীরকেও। মুহূর্তটা নীরব হলেও সলমনের মুখের অভিব্যক্তি থেকেই স্পষ্ট তাঁর ভিতরের আবেগ।

নেটপাড়ায় অনুরাগীরাও  স্মরণ করছেন তাঁদের প্রিয় ‘কর্ণ’-কে।একজন লিখেছেন, “মহাভারতের কর্ণ চরিত্রটিকে যিনি অমর করে দিলেন, তিনি আজ নিজেই ইতিহাস। তাঁর অবদান ভারতীয় সিনেমা ও টেলিভিশনের অমলিন অধ্যায়।” আরেকজনের কথায়, “হৃদয় ভেঙে গেল। একজন সত্যিকারের যোদ্ধা হারালাম।”

সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিক বিবৃতি— “গভীর শোক ও মর্মবেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান ও সিনটা’র প্রাক্তন সাধারণ সম্পাদক পঙ্কজ ধীর ১৫ অক্টোবর ২০২৫-এ প্রয়াত হয়েছেন। তাঁর শেষকৃত্য আজ বিকেল সাড়ে চারটেয়, পওন হান্স সংলগ্ন শ্মশানে সম্পন্ন হবে।”

পঙ্কজ ধীর শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক অধ্যবসায়ের প্রতীক। মহাভারত তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল, কিন্তু এর বাইরেও তাঁর জীবনের গল্প ছিল রক্ত, ঘাম, দুর্ঘটনা আর অভিনয়ের প্রতি অনিঃশেষ ভালবাসার।

প্রসঙ্গত, সলমন খান সম্প্রতি লাদাখে তার আসন্ন অ্যাকশন ড্রামা ‘ব্যাটল অব গালওয়ান’এর শুটিং শেষ করেছেন। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গলওয়ান’  ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষকে তুলে ধরে যেখানে ভারতীয় এবং চিনা সেনারা অস্ত্র ছাড়াই মোকাবিলা করেছিলেন। এই বিরল সীমান্ত সংঘর্ষে সৈন্যরা লাঠি এবং পাথরের সাহায্যে হাতাহাতি করেছিলেন, যা সাম্প্রতিক ভারতের ইতিহাসে সবচেয়ে আবেগঘন ঘটনার মধ্যে একটি।

প্রভাবশালী বিষয়বস্তু এবং শক্তিশালী কাস্টের সঙ্গে ‘ব্যাটল অব গালওয়ান’ ভারতের সশস্ত্র বাহিনীকে নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে অন্যতম একটি হতে চলেছে। সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।

অন্যদিকে, পর্দায় ফের ‘প্রেম’কে ফিরিয়ে আনছেন সূরজ বজরাতিয়া। এবং আরও একবার সেই চরিত্রে প্রাণ ছোঁয়াবেন সলমন। ছক ভাঙা কিছু নয়, বরং অ্যাকশন-থ্রিলারের রমরমার মাঝে নয়ের দশকের আমেজ ফিরিয়ে আনার পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক ছবি করবেন সূরজ।