সংবাদসংস্থা মুম্বই: আগেই খবর এসেছিল এবার পরিচালক, চিত্রনাট্যকার অ্যাটলির সঙ্গে আসন্ন ছবিতে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিটি হতে চলেছে পুনর্জন্ম ভিত্তিক অ্যাকশন ঘরানার। দুই নায়ককে নিয়ে এগোবে গল্প। 

 

সেক্ষেত্রে সলমনের সঙ্গে রজনীকান্ত বা কমল হাসানকে পরিকল্পনা করছেন নির্মাতারা। জানা যাচ্ছে, এই ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সলমন। 

 

এবার ছবি ঘিরে এল বড় খবর। 'সিকান্দর'-এর পর আরও একবার এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন সলমন-রশ্মিকা! খবর এমনটাই। জানা যাচ্ছে, 'সিকান্দর'-এর ফ্লোরে দুই নায়ক-নায়িকার রসায়ন দারুণ মনে ধরেছে কলাকুশলীদেরও। সেই সুবাদেই সলমন-রশ্মিকাকে আরও একবার বড়পর্দায় একসঙ্গে হাজির করতে চান অ্যাটলি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি। 

 

এই মুহূর্তে চলছে চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময়ে শুটিং ফ্লোরে যাবে ছবিটি। অন্যদিকে, এ আর মুরুগাদোসের পরিচালনায় চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে 'সিকান্দর'।