টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

ওটিটিতে 'সাইয়ারা'

 

বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় 'কৃষ কাপুর' ও 'বাণী বত্রা'কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।

 

 

দাপট শুরু 'ওয়ার ২'-এর

 

১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে মেগা বাজেট ছবি 'ওয়ার ২'। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর'র মতো দুই সুপারস্টারের যুগলবন্দি এই ছবিতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। একইসঙ্গে রয়েছে ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুক। ১৪ আগস্ট ছবি মুক্তি তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে এই মেগা বাজেট ছবির অগ্রিম টিকিট বুকিং। ইতিমধ্যেই ১.২৬ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এবং ৮.৫০ কোটি টাকা ইতিমধ্যেই বক্স অফিসে উঠে এসেছে এই ছবির। শুধু তাই নয় যশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন প্রোমো। যা ফের নতুন করে নেটপাড়ায় তোলপাড় শুরু করেছে।ইতিমধ্যেই দেশের মোট হিন্দি ভাষায় এই ছবি ৫০০০টি সিনেমাহলে শো পেয়েছে। বক্স অফিসে এই ছবি বিপুল সাফল্য পাবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই ছবি।কাজেই বলা যায় সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শকমহলে এক আলাদা প্রত্যাশা রয়েছে। 

 

আরও পড়ুন: নারীর সম্মান রক্ষায় হাতে অস্ত্র তুলে নিল 'ভবানী'! ইংরেজ শাসকের বিরুদ্ধে কি লড়তে পারবে সে?

 

সমকামী নন ওরি?

 

 

সমাজমাধ্যমে পরিচিত মুখ ওরি। বলি তারকাদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও পরিচিতি চোখে পড়ার মতো।‌ সম্প্রতি, তিনি ফের চর্চায়। আসলে, ওরি এই পোস্টে প্রথমবারের মতো তার ব্যক্তিগত জীবন ধরা যৌন জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন যে, এবার তিনি একজন স্ত্রী এবং সন্তান চান। ওরির এই পোস্ট দেখে অনেক তারকাই মন্তব্য করেছেন। ওরি তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বসে থাকতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি বাজতে থাকে। ওরি ওই ভিডিও ক্লিপটির উপর লেখেন, ‘সকলকে অনেক ধন্যবাদ। সমকামী হওয়া খুব মজার ছিল কিন্তু এখন আমার বয়স ৩০ বছর এবং স্ত্রী এবং সন্তানকে নিয়ে সংসার করার সময় এসেছে।’ ওই ভিডিয়োটির ক্যাপশনে ওরি লেখেন, 'আমাকে একটা সম্বন্ধ পাঠাও।' ব্যাস! এখান থেকেই শুরু জল্পনা। তবে কি এতদিন সমকামী হওয়ার 'নাটক' করতেন ওরি? প্রশ্ন নেটিজেনদের।