বলিউডে নতুন তারকাদের মধ্যে এখন অন্যতম আলোচ্য জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের রসায়ন শুধু সিনেমার পর্দাতেই নয়, ইদানীং বাস্তব জীবনেও চর্চার কেন্দ্রে রয়েছে। তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর সেই গুঞ্জন আরও জোরালো করলেন আহান নিজেই। অনীতের জন্মদিনের ঠিক আগে একাধিক একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করলেন তিনি। তবে কি প্রেমে সিলমোহর দিতে চায় জুটি? কৌতূহল উপচে পড়েছে অনুরাগীদের মনে।
সোমবার অনীতের ২৩তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা বার্তার পোস্টে আহান ও অনীতের একসঙ্গে কোল্ডপ্লে ব্যান্ডের এক কনসার্টে অংশ নেওয়ার ছবি সামনে আসে। মিউজিক, আলো আর উচ্ছ্বাসে ভরা সেই রাতের কিছু মুহূর্ত ধরে রেখেছেন অভিনেতা, যা দেখে ভক্তরা বলছেন, “এটা নিছক বন্ধুত্ব নয়!”
তবে টুইস্ট এখানে নয়। মুম্বইয়ে চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ ‘সাইয়ারা’মুক্তি পাওয়ার অনেক আগে ছিল কোল্ডপ্লে কনসার্ট। অনীতের সঙ্গে যে আহান সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তা ছবি দেখে বেশ বোঝা গিয়েছে। তবে কি ছবির শুটিং-এর সময় থেকেই দু’জনের মধ্যে প্রেম শুরু হয়? অনুমান অনুরাগীদের।
আহানের পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, তিনি ও অনীত উচ্ছ্বসিত হয়ে মঞ্চের পারফরম্যান্স উপভোগ করছেন। এক ছবিতে অনীত হাসিমুখে কোল্ডপ্লে-র গানে মগ্ন, আর আহান চোখ বন্ধ করে যেন সেই মিউজিকের তালে হারিয়ে গেছেন। আরও একটি ফ্রেমে মঞ্চের আলোয় আলোকিত অনীত, তাঁর হাতে জ্বলছে কোল্ডপ্লে কনসার্টের পরিচিত সিগনেচারএলইডি রিস্টব্যান্ড। তারকা জুটির মাঝের বোঝাপড়া যে কতটা গভীর তা এই ভিডিও ক্লিপগুলোতে চোখ রাখলেই স্পষ্ট।

অনীতের জন্মদিনের আগের এই ‘স্পেশাল পোস্ট’ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ফিসফাঁস, নতুন আলোচনা। কেউ কেউ মজার ছলে লিখেছেন, “কোল্ডপ্লের আলোয় ফুটে উঠল নতুন লাভস্টোরি!” এককথায় আহানের পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। কারওর মতে, “এটা শুধু থ্রোব্যাক নয়, প্রেমের ঘোষণা!” আবার কেউ বলছেন, “জন্মদিনের আগেই চমক!”
প্রসঙ্গত, গত জুলাই মাসে মুক্তি পায় সাইয়ারা। ছবিটি মুক্তির সময় থেকেই এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যা এই সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দেয়। তবে এখনও পর্যন্ত আহান বা অনীত কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গসিপ নতুন কিছু নয়। তবে আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এই একান্ত মুহূর্ত নিঃসন্দেহে তাঁদের ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। নতুন সিনেমার ঘোষণা, নাকি সম্পর্কের স্বীকৃতি? তা নিয়ে জল্পনা তুঙ্গে ভক্ত মহলে।
