তারকারা নেই, তবুও ইতিহাস! 'সাইয়ারা' মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিল দুই দশকের রেকর্ড! খুলেই বলা যাক গোটা বিষয়টা। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ আজ (১৮ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেল। তারকা মুখ নেই, তবে প্রি-রিলিজে যা করল এই ছবি, তা বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিল—আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে!

 

ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছে ১২.৪৯ কোটি টাকা! স্যাকনিল্কের রিপোর্ট বলছে, ৯.৩৯ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে শুধু টিকিট বিক্রি থেকেই— মোট ৩,৮০,৮৪৭টি টিকিট বিক্রি হয়েছে আজকের জন্য। ব্লক সিটিং ধরলে যা বেড়ে দাঁড়ায় ১২.৪৯ কোটি টাকাতে!

 

আরও পড়ুন:  প্রিয়াঙ্কাকে সবার সামনে কাঁদিয়ে ছেড়েছিলেন শাহরুখ! তাঁদের ‘সম্পর্ক’ নিয়ে খুল্লম খুল্লা অভিযোগ ‘পিগি চপস’-এর

 

ডেবিউ ছবি, অথচ ছাপিয়ে গেল ধড়ক,'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-কে।  দর্শকদের চাহিদা এতটাই বেশি যে, এই ছবি মুক্তির আগেই ছাপিয়ে দিয়েছে বহু তারকাখচিত ডেবিউ ফিল্মকেও।

ধড়ক (জাহ্নবী-ঈশান): ৮.৭৬ কোটি টাকা। 

স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ (অনন্যা পাণ্ডে): ৩.৭৫ কোটি টাকা। 

আর মজার বিষয় কী জানেন? অনন্যা পাণ্ডে ও আহান পাণ্ডে কিন্তু খুড়তুতো ভাইবোন! মোট কথা, বলিউডের ২০২৫-এর আচ্ছা আচ্ছা ছবিকেও পিছনে ফেলে দিয়েছে ‘সাইয়ারা’! একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই হিসেবে। 

স্কাই ফোর্স (অক্ষয় কুমার): ৩.৭৮ কোটি টাকা। 

কেশরী চ্যাপ্টার ২ (অক্ষয় কুমার, আর.মাধবন ): ১.৮৪ কোটি টাকা 

রেইড ২ (অজয় দেবগণ): ৬.৫২ কোটি টাকা।

সিতারে জমিন পর (আমির খান): ৩.৩২ কোটি টাকা।

 

অর্থাৎ, কোনও বড় মুখ না থাকা সত্ত্বেও ‘সাইয়ারা’-র অগ্রিম টিকিট বুকিং থেকে আয় এক প্রকার সত্যিই আশ্চর্যের। আর এই ছবির সবচেয়ে বেশি শো কোথায়? ভারতজুড়ে মোট ৭,৮৫০টি শো চালানো হচ্ছে ‘সাইয়ারা’-র। যার মধ্যে সবচেয়ে বেশি শো পাচ্ছে :

 

মহারাষ্ট্র: ১৭০টি

উত্তরপ্রদেশ: ১৬৪টি

দিল্লি-এনসিআর: ১৩৩টি
 

এদিন শুক্রবার মুক্তি পেল এই ছবি। 'সাইয়ারা' আজ থেকে হল দখল করলেও, প্রতিপক্ষ মোটেও হালকা নয়। সামনে কঠিন প্রতিযোগিতা।
হলিউড ব্লকবাস্টার ‘সুপারম্যান’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ এর পাশাপাশি থাকছে রাজকুমার রাও-প্রসেনজিৎ অভিনীত হাই-ইনটেনসিটি ড্রামা ‘মালিক’।
তারকা ছাড়াও তুফান তুলে দেওয়া যায়, আপাতত তার বড় প্রমাণ ‘সাইয়ারা’। নতুন মুখ আর প্রেম-সঙ্গীতের মোহে দর্শক যদি হলমুখী হন, তবে তা একটা নতুন বার্তা দেয় বলিউডকে—নাম নয়, কনটেন্ট-ই আসল সুপারস্টার!

 

এই নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সইয়ারা’  প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। ছবিতে আহান অভিনয় করছেন এক উঠতি গায়কের ভূমিকায়, আর অনীত একজন সংবেদনশীল গীতিকার। সঙ্গীত পরিচালনায় আছেন তনিষ্ক বাগচী, ফাহিম আবদুল্লাহ ও আরসালান নিজামি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। উল্লেখ্য, ‘সইয়ারা’-র ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং ‘আশিকি ২’-র জুটি আদিত্য ও শ্রদ্ধা।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে যখন এই ছবির পরিচালক মোহিত সুরি-কে জিজ্ঞাসা করা হয়, আদিত্য ও শ্রদ্ধাকে নিয়ে তিনি আরেকটা 'আশিকি'-র মতো ছবি বানাবেন কি না, তখন হেসে উত্তর দেন মোহিত— “প্রযোজকদের জিজ্ঞেস করুন… ওরা তো আমাকেই নিচ্ছে না!” আর সঙ্গে বলেন, “আমি আদিত্য-শ্রদ্ধাকে নিয়ে অবশ্যই ছবি বানাতে চাই। কিন্তু সেটা করার জন্য আমাকে এমন একটা চিত্রনাট্য পেতে হবে যা ‘আশিকি ২’-এর থেকেও ভালো। আর সেটা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ‘আশিকি’-র চাপ এখনও আমার ঘাড়ে।” এই বক্তব্যে স্পষ্ট, ‘আশিকি’ নামটাই এত বড় ভার বহন করে, যে তার পরবর্তী অধ্যায়ে নাম লেখাতে হলে চূড়ান্ত প্রস্তুত থাকতে হয়—তা শুধু আবেগ দিয়ে হয় না।