সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সন্তানদের নিয়ে বড় সিদ্ধান্ত সইফ-করিনার
সইফের উপর হামলার পর আরও বেড়েছে নিরাপত্তা। বিশেষ করে, দুই সন্তান তৈমুর ও জেহকে আরও আগলে রাখছেন সইফ-করিনা। এবার পাপারাজ্জিদের কাছে এক বিশেষ অনুরোধ করেছেন তারকা দম্পতি। তাঁদের আর্জি, এবার থেকে তৈমুর ও জেহর ছবি যেন তাঁরা একটু কম তোলেন। কারণ এতে তাদের ক্ষতি হতে পারে।
দুর্ঘটনার কবলে অর্চনা
শুটিং চলাকালীন সম্প্রতি এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং। মুম্বইয়ের বিরারে চলছিল এক নতুন ছবির শুটিং। ভোর ৫টা নাগাদ একটি দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি। যার ফলে জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অর্চনার কব্জির হাড় ভেঙেছে তাঁর। তাই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। নিজেই এই কথা সমাজমাধ্যমে জানিয়েছেন অর্চনা।
শাহিদের কাছে হার মানলেন সলমন!
২০০৭ সালে মুক্তি পায় শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীত হিন্দি ছবি 'বিবাহ'। পরিচালনায় সুরজ বরজাতিয়া। সম্প্রতি, এক সাক্ষাৎকারে পরিচালক জানান ছবির নায়ক হিসাবে শাহিদ নন, তাঁর প্রথম পছন্দ ছিলেন সলমন খান। কিন্তু সলমনের মধ্যে সাধাসিধে ভাব না থাকায় তিনি পরবর্তীতে শাহিদকে নায়কের চরিত্রে বেছে নেন।
