সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কাতারে বসতি গড়লেন সইফ
মুম্বইয়ের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে সইফ আলি খানের বসতি। এবার জানা যাচ্ছে, মুম্বইয়ের বিলাসবহুল বসতি ছেড়ে তিনি পাড়ি দিচ্ছেন কাতারে। সেখানে ইতিমধ্যেই একটি বাড়ি তৈরি করেছেন সইফ। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা কাতারের বাসস্থানকে 'সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত' বলে উল্লেখও করেছেন। এখন নেটিজেনদের মধ্যে জল্পনা চলছে, তবে কি সপরিবারে কাতারেই পাড়ি দেবেন সইফ?
বাড়ি ছাড়লেন আমির!
মন্নতের পুনঃনির্মাণের জন্য সপরিবারে বাড়ি ছেড়েছেন শাহরুখ খান। এবার সেই একই পথে হাঁটলেন আমির খানও। জানা যাচ্ছে, অভিনেতার পারি হিলের আবাসনটির কিছু অংশের পুনঃনির্মাণ শুরু হবে। তাই এই মুহূর্তে সেখান থেকে সরে আসতে হয়েছে আমিরকে।
১৬ কোটির সম্পত্তির মালিক আরাধ্যা!
২০১৫ সালে দুবাইয়ের বুকে নিজেদের নতুন সম্পত্তি গড়ে তোলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। প্রাথমিকভাবে এই বসতিটি ছুটি কাটানোর আদর্শ জায়গা হিসাবে তৈরি করেন তাঁরা। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, দুবাইয়ের এই সম্পত্তি মেয়ে আরাধ্যাকে উপহার দিতে চলেছেন অভিষেক-ঐশ্বর্য।
আর্থিক প্রতারণায় জড়ালেন তিলোত্তমা?
এবার প্রতারণার মুখে অভিনেত্রী তিলোত্তমা সোম। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান তাঁর নাম ও ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণা চলছে। তিলোত্তমা জানান, হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে তাঁর পরিচিতদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। যে নম্বরের সঙ্গে রয়েছে তিলোত্তমার অভিনীত 'বাক্সবন্দী'র একটি দৃশ্যের ছবি। কিন্তু ওই নম্বরটি তাঁর নয়, এবং যে বা যাঁরা এই প্রতারণা করছেন তাঁদের সঙ্গে মোটেই যুক্ত নন তিলোত্তমা।
