নিজস্ব সংবাদদাতা: ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সুমন ঘোষ পরিচালিত ছবি পুরাতন। সুমন ঘোষ পরিচালিত 'পুরাতন' ছবিতে ঋতুপর্ণার সঙ্গেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত-কে। গত বছর অর্থাৎ ২০২৪-এর বড়দিনে প্রকাশ্যে এসেছিল শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এই ছবির পোস্টার।
ঋতুপর্ণার উদ্যোগেই প্রায় ১৪ বছর পরে আরও একবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা। সময়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে গভীর সখ্য তৈরি হয়েছে ঋতুপর্ণার। মুম্বইয়ে এই ছবির প্রচার ও বিশেষ প্রদর্শনীতে সইফ আলি খান সহ গোটা পতৌদি পরিবারকে সঙ্গে নিয়ে এসেছিলেন।
এবার মায়ের বাংলা ছবি মুক্তির আগে শুভেচ্ছাবার্তা জানালেন সইফ আলী খান। সমাজমাধ্যমে সইফ ভিডিওবার্তায় বলেন, "প্রথমেই ধন্যবাদ জানাই সুমন ঘোষ ও ঋতুপর্ণা সেনগুপ্তকে, এত সুন্দর একটি প্রয়াসের জন্য। ছবিটি সম্পর্কের বন্ধনের গল্প বলবে। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে শুভেচ্ছা জানাই। সঙ্গে আমার মা, শর্মিলা ঠাকুরকেও অসংখ্য শুভেচ্ছা জানাই। আগামীতে ছবিটি যেন দর্শকের মনে জায়গা পায়, সেই কামনাই করি।"
