সংবাদসংস্থা মুম্বই: রশ্মিকার পর এবার গুরুতর অসুস্থ আরও এক দক্ষিণী অভিনেত্রী! সাই পল্লবীকে নাকি চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঠিক কী হয়েছে অভিনেত্রীর?
পল্লবী বর্তমানে নেটিজেনদের আলোচনায় আছেন 'রামায়ণ'-এর কারণে। এমনকী, ছবিতে 'সীতা'র চরিত্রে অভিনয় করা নিয়ে নানা কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। এবার নাগা চৈতন্যের সঙ্গে তাঁকে দেখা যেতে চলেছে 'থান্ডেল' ছবিতে। কিন্তু সেই ছবির বিশেষ অনুষ্ঠানেই অনুপস্থিত তিনি।
মুম্বইয়ে ট্রেলার প্রকাশে অনুষ্ঠানে ছবির তারকারা এলেও আসতে পারেননি পল্লবী। জানা যাচ্ছে, অভিনেত্রী বেশ অসুস্থ। চিকিৎসক জানিয়েছেন এই অবস্থায় তাঁর একেবারেই ধকল নেওয়া ঠিক হবে না। শেষ কিছুদিন ধরে, অভিনেত্রী স্বাস্থ্যের দিকে নজর না দিয়েই অতিরিক্ত কাজ করছিলেন। যে কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এবং, জানা যাচ্ছে তাঁর অ্যালার্জিজনিত সমস্যাও তৈরি হয়েছে। সেকারণেই চিকিৎসক তাঁকে সতর্ক থাকতে বলেছেন। এমনকী বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে।
অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে। পল্লবীর দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।
