পুরনো বছরের ইতি টেনে নতুনকে স্বাগত। নববর্ষের আনন্দে ঝলমল করছে টলিপাড়াও। উৎসবের রঙের সঙ্গে মিশেছে প্রেমের উষ্ণতা। যেন আর লুকোনোর ইচ্ছা নেই, রাখঢাকও সরে গিয়েছে অনেকটাই। অন্তত টলিপাড়ার দুই বহুচর্চিত জুটির দিকে তাকালেই তেমনটাই স্পষ্ট। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। আর সোনামনি সাহা ও প্রতীক সেন। নববর্ষের আবহে তাঁদের সম্পর্ক যেন আরও প্রকাশ্যে, আরও উজ্জ্বল।
দীর্ঘদিন ধরেই সাহেব ও সুস্মিতার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জল্পনার পারদ চড়ছিল। কানাঘুষো বলছে, ‘কথা’ ধারাবাহিকের শুটিং পর্ব থেকেই দু’জনের মধ্যে মন দেওয়া–নেওয়া শুরু। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। প্রকাশ্যে যদিও কেউই কখনও কিছু স্বীকার করেননি, তবে তাঁদের চোখের ভাষা আর আচরণই সব বলে দেয়।
নতুন বছরকে তাই সাহেব ও কাছের মানুষদের সঙ্গেই স্বাগত জানালেন সুস্মিতা। উদযাপনের মুহূর্তে মনের মানুষের বাহুলগ্না হয়ে তোলা ছবিও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। যেন মুখে কিছু না বলেই সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট করে দিলেন। সেই আনন্দের আসরে উপস্থিত ছিলেন সাহেবের দিদি সোনম ভট্টাচার্যও। আড্ডা, হাসি, হইচই আর ভালবাসার আবেশে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরের পথে একসঙ্গেই এগিয়ে গেলেন সাহেব–সুস্মিতা।
সাহেব–সুস্মিতার পাশাপাশি প্রেমের আলোচনায় পিছিয়ে নেই সোনামনি ও প্রতীকও। ‘মোহর’ ধারাবাহিকের সময় থেকেই তাঁদের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই রসায়ন যে শুধুই পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা নিয়ে টলিপাড়ায় বহুদিন ধরেই ফিসফাস চলেছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি বাড়তি যত্ন। সব মিলিয়ে জল্পনার ইন্ধন কম ছিল না।
তবে এই গুঞ্জন নিয়ে বরাবরই সাবধানী থেকেছেন দু’জনেই। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করে তাঁরা নিজেদের বন্ধুত্বের তকমাতেই আটকে রেখেছেন। প্রেমের প্রশ্নে স্পষ্ট করে শিলমোহর বসাননি কখনও। কিন্তু বিশেষ মুহূর্তে একসঙ্গে সময় কাটানো, উৎসব বা উদযাপনে একে অপরের পাশে থাকা। সব মিলিয়ে অনেকের কাছেই এই ‘বন্ধুত্ব’ যেন অন্য ইঙ্গিতই দেয়। বছরের শেষ লগ্নে প্রতীকের সঙ্গে একেবারে অন্তরঙ্গ ও মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনামনি। সুস্মিতার মতো তিনিও মনের মানুষের বাহুলগ্ন হয়ে ধরা দিয়েছেন ছবিতে। দু’জনের মুখেই শান্ত, পরিমিত এক চিলতে হাসি। যেন বেশি কিছু না বলেও অনেকটাই বলে দেয় সেই ফ্রেম। নীরবতাতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে তাঁদের সম্পর্কের উষ্ণতা।
