বারবার এড়িয়ে গেলেও এত সহজে কি আর গোপন করা যায়? প্রেমের গন্ধ যে ছড়িয়েই পড়ে চারপাশে। টলিপাড়ার চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়ে চলে হাজারও গুঞ্জন। স্টার জলসার 'কথা' ধারাবাহিক থেকেই নাকি সাহেব ও সুস্মিতার প্রেমের শুরু। যদিও দু'জনের কেউই প্রেমে সিলমোহর দেননি। এমনকী, একে-অপরকে শুধুমাত্র ‘ভাল বন্ধু’ বলে এড়িয়ে গিয়েছেন। 

 

 

টলিপাড়ার অন্দরের গুঞ্জন, মাঝেমধ্যেই একান্তে ছুটি কাটাতে যান সাহেব-সুস্মিতা। এক জায়গা থেকে আলাদা ছবি সমাজমাধ্যমে ভাগ করলেও অনুরাগীদের সমীকরণটা বুঝতে বাকি থাকে না। এবার যুগলে পাড়ি দিলেন দেশের বাইরে। প্রথমবার জুটিতে বিদেশ ভ্রমণ সাহেব-সুস্মিতা। ঘটা করে সেই খবর নিজেরাই সমাজমাধ্যমে ভাগ করলেন। 

 

 

জানা যাচ্ছে, দুবাই পাড়ি দিয়েছেন সাহেব ও সুস্মিতা। এখন যুগলে দুবাই গেলেন কি ঘুরতে, নাকি কোনও নতুন প্রোজেক্ট? আসলে দুবাইতে অনুষ্ঠিত হতে চলছে টলিউডের এক অ্যাওয়ার্ড শো। আর তাতে যোগ দিতেই একসঙ্গে শনিবার সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন এয়ারপোর্টে।
কলকাতা বিমানবন্দর থেকে একটি পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন সাহেব। যেখানে তাঁকে দেখা গেল অল ব্ল্যাক লুকে। গলায় আবার নীল রঙের স্কার্ফ। সুস্মিতার সঙ্গে একটি মিরর সেলফিও শেয়ার করেছেন।

 

 

একসঙ্গে বিদেশ ভ্রমণের নানা টুকরো মুহূর্তও নিশ্চয়ই ভাগ করবেন সাহেব-সুস্মিতা! সেই দিকেই এখন তাকিয়ে তাঁদের অনুরাগীরা। তবে এবার সাহেবের জন্মদিনে সুস্মিতার শুভেচ্ছা বার্তা দেখে অনেকের মত, অবশেষে প্রেমে সেই কাঙ্খিত সিলমোহরটি এসেছে।

 


সাহেবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুস্মিতা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কিং ভট্টাচার্য। এই জগৎ এবং রাধারাণী তোমাকে সুখ-সমৃদ্ধি আর ভালবাসাতে ভরিয়ে দিক। তুমি ইতিবাচকতার উৎস, দয়ালু একজন মানুষ! সবসময় এমন থাকো। প্রত্যেকের জীবনে এমন একজন সাহেব ভট্টাচার্য থাকা প্রয়োজন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by 𝙎𝙝𝙖𝙝𝙚𝙗 𝘽𝙝𝙖𝙩𝙩𝙖𝙘𝙝𝙚𝙧𝙟𝙚𝙚 (@shaheb_bhattacherjee_official)