বহু বছর পর বাংলা টেলিভিশনের ইতিহাসে দর্শকের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল ধারাবাহিকের এক জুটি। দর্শক চোখে হারান সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে। স্টার জলসার ধারাবাহিক 'কথা'য় প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। এরপর থেকে ধীরে ধীরে অনুরাগীরা সংখ্যা ক্রমেই বাড়ছে তাঁদের। প্রিয় কথা ও অগ্নিকে এখন দেখতে না পেলেও সাহেব-সুস্মিতার সমাজমাধ্যমে সব সময় নজর রাখেন অনুরাগীরা। যদি একসঙ্গে দু'জনকে দেখা যায়, তাহলেই যেন মন খুশিতে ভরে ওঠে অনুরাগীদের।
'কথা'র পথ চলা শেষ হওয়াতে মন খারাপ দর্শকের। মাঝেমধ্যেই সাহেব-সুস্মিতার জুটিকে ফেরানোর আবদার করেন তাঁরা। এবার অনুরাগীদের ইচ্ছেপূরণ হতে চলেছে। ফিরছে সাহেব-সুস্মিতার জুটি। তবে ছোটপর্দায় কিংবা বড়পর্দায় নয়, তাঁরা ফিরছেন মঞ্চে।
সোমবার সমাজমাধ্যমে সাহেব চমক দেন একটি পোস্টের মাধ্যমে। তিনি জানান, নবাব সিরাজউদ্দৌলা হয়ে মঞ্চে ফিরছেন। সঙ্গে 'বেগম লুৎফান্নিসা'র চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে। অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় 'সিরাজ এবং' নাটকে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তাঁরা ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সেঁজুতি রায় মুখার্জি ও অর্পিতা গাঙ্গুলি।
সাহেব জানান, বাংলা টকিজের প্রযোজনায় এই নাটকের প্রথম প্রদর্শনী হবে ১৭ জানুয়ারি। জিডি বিরলা সভাঘরে সন্ধে সাতটায় রয়েছে প্রথম শো। এই নাটকের মাধ্যমে মঞ্চে দর্শক আবার দেখবেন তাঁদের প্রিয় জুটি সাহেব-সুস্মিতাকে। সাহেবের এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের ভালবাসা। প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখতে পাওয়ার খবরে দারুণ খুশি দর্শক মহল।
'কথা'য় জুটি বাঁধার পর থেকেই সাহেব-সুস্মিতার অফস্ক্রিন রসায়ন দেখে তাঁদের প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। একসঙ্গে নানা জায়গায় সময় কাটানো থেকে শুরু করে, একে অপরের প্রতি রক্ষনশীলতাই এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। দু'জনের প্রেমের কথা উঠলে যদিও এড়িয়ে গিয়েছেন তাঁরা। তবে দু'জনের লাজুক হাসিই বুঝিয়ে দিয়েছে অনেক না বলা কথা। এই কারণেই তাঁদের অনুরাগীদের কাছে আরও প্রিয় হয়ে উঠেছে সাহেব-সুস্মিতা।
সাহেবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুস্মিতা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কিং ভট্টাচার্য। এই জগৎ এবং রাধারাণী তোমাকে সুখ-সমৃদ্ধি আর ভালবাসাতে ভরিয়ে দিক। তুমি ইতিবাচকতার উৎস, দয়ালু একজন মানুষ! সবসময় এমন থাকো। প্রত্যেকের জীবনে এমন একজন সাহেব ভট্টাচার্য থাকা প্রয়োজন।’ সাহেবের জন্য সুস্মিতার এই পোস্ট দেখে আপ্লুত অনুরাগীরাও। ধারাবাহিকের একরাশ নস্টালজিয়াই যেন ফিরে পেয়েছিলেন তাঁরা।
শোনা যায়, ‘কথা’ সিরিয়ালের সেটেই প্রথম আলাপ হয়েছিল সাহেব এবং সুস্মিতার। কাজ করতে করতেই গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই নাকি ধীরে ধীরে বদলে যায় বিশেষ সম্পর্কে। একে অপরকে নাকি চোখে হারান তাঁরা। ইন্ডাস্ট্রির অনুষ্ঠান, প্রিমিয়ার বা পার্টি—যেখানেই যান, প্রায় সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। দু’জনেই ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। তবু তাঁদের রসায়ন দেখেই গুঞ্জনের পালে হাওয়া লাগে বারবার।
