'কথা' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের ভীষণ মনে ধরেছিল। এবার আবার একসঙ্গে একই প্রজেক্ট নিয়ে ফিরতে চলেছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। তবে এবার ছোটপর্দায় নয়, বরং অন্যত্র দেখা যাবে এই আইকনিক জুটিকে। কোথায়? থিয়েটারের মঞ্চে। আসছে 'সিরাজ'। এই নাটকেই নাম ভূমিকায় অভিনয় করবেন সাহেব। মুখ্য নারী চরিত্রে থাকছেন সুস্মিতা। এই নাটকটির পরিচালনা করেছেন অবন্তী চক্রবর্তী। 

বাংলার ইতিহাসের অন্যতম চর্চিত এবং আইকনিক চরিত্র, 'সিরাজ'কে নিয়ে কম সিনেমা, সিরিয়াল, নাটক হয়নি। এবার তাঁর সেই চরিত্র নতুন করে প্রাণ পাবে সাহেব ভট্টাচার্যর মাধ্যমে। তাঁর বিপরীতে, সিরাজউদ্দৌলার সবথেকে প্রিয় বেগম লুৎফুন্নেসার চরিত্রে থাকবেন সুস্মিতা দে। এই সংবাদ আজকাল ডট ইনের তরফে আগেই জানানো হয়েছিল। এবার সিরাজ নাটকের আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। 

পরিচালক অবন্তী চক্রবর্তী আজকাল ডট ইনকে জানিয়েছেন এই নাটকে সিরাজউদ্দৌলার জীবনের ৩ গুরুত্বপূর্ণ নারী অর্থাৎ তাঁর মা আমিনা বেগম, মাসি ঘসেটি বেগম এবং স্ত্রী লুৎফুন্নেসা বেগমের চরিত্র এবং তাঁদের সঙ্গে সিরাজের রসায়ন দেখানো হবে। একই সঙ্গে উঠে আসবে সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট। 

'সিরাজ' নাটকে আমিনা বেগমের চরিত্রে অভিনয় করবেন অর্পিতা গঙ্গোপাধ্যায়। ঘসেটি বেগমের চরিত্রে দেখা যাবে সেঁজুতি মুখোপাধ্যায়কে। ছোটপর্দা এবং নাটকের মঞ্চের অতি পরিচিত মুখ বিপ্লব বন্দ্যোপাধ্যায় থাকবেন মীরজাফরের চরিত্রে। বর্তমানে জোর কদমে এই নাটকের মহড়া চলছে। আগামী ১৭ জানুয়ারি প্রথমবার মঞ্চস্থ হবে সিরাজ। জি ডি বিড়লা সভাঘরে এদিন সন্ধ্যা সাতটায় নাটকটি হবে। বলাই বাহুল্য, কথা ধারাবাহিকের পর আবারও তাঁদের একসঙ্গে বিনোদনের অন্য মঞ্চে নতুন রূপে দেখতে পাবে জেনে খুশি তাঁদের অনুরাগীরা। 'কথা'র পথ চলা শেষ হওয়াতে মন খারাপ হয়েছিল দর্শকের। মাঝেমধ্যেই সাহেব-সুস্মিতার জুটিকে ফেরানোর আবদার করেন তাঁরা। এই নাটক যেন তাঁদের সেই দাবিই পূরণ করল।

প্রসঙ্গত, 'কথা'য় জুটি বাঁধার পর থেকেই সাহেব-সুস্মিতার অফস্ক্রিন রসায়ন দেখে তাঁদের প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। একসঙ্গে নানা জায়গায় সময় কাটানো থেকে শুরু করে, একে অপরের প্রতি রক্ষনশীলতাই এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। দু'জনের প্রেমের কথা উঠলে যদিও এড়িয়ে গিয়েছেন তাঁরা। তবে দু'জনের লাজুক হাসিই বুঝিয়ে দিয়েছে অনেক না বলা কথা। এই কারণেই তাঁদের অনুরাগীদের কাছে আরও প্রিয় হয়ে উঠেছে সাহেব-সুস্মিতা।