জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এ সাক্সেনা জির ভূমিকায় পরিচিত অভিনেতা সানন্দ বর্মা বিস্ফোরক দাবি করেছেন। জানান, ওয়েব সিরিজ ‘ফার্স্ট কপি’–র শুটিংয়ে গুলশন গ্রোভার তাঁকে জোরে চড় মেরেছিলেন। তিনি বলেন, চড়টি অভিনয়ের অংশ ছিল না—ইচ্ছা করেই মারা হয়েছিল। ঘটনাটি তাঁকে খুব রাগিয়ে দিয়েছিল। তবে তিনি কারও সঙ্গে এ বিষয়ে ঝামেলা করতে চাননি। সানন্দের কথায়, গুলশন গ্রোভার একজন ‘নিজেকে নিয়েই মগ্ন মানুষ’।
এক সাক্ষাৎকারে সানন্দ বলেন, “‘ফার্স্ট কপি’-তে গুলশন গ্রোভার আমাকে সত্যিই জোরে চড় মেরেছিলেন। ভিতরে ভিতরে মনে হচ্ছিল, লোকটার গলা কেটে দিই! কিন্তু আমি কিছুই বলিনি। আজ পর্যন্ত কাউকে বলিনি—প্রথমবার এখানে বলছি। এটা ইচ্ছাকৃত ছিল, অভিনয়ের চড় নয়।”
সানন্দ আরও জানান, গুলশন নাকি তাঁকে কোনও ধরণের ‘ডিসক্লেমার’ বা পূর্বাভাস দেননি। “যদি আগে বলতেন, তাহলে প্রস্তুত থাকতে পারতাম। কাউকে সত্যিকারের চড় মারার আগে জানানো জরুরি। কিন্তু তিনি তা করেননি। খুব ভুল করেছেন। সত্যি বলতে, তখন মনে হচ্ছিল চেয়ার তুলে মারি। তবু হেসে গিয়েছি, কিছু বলিনি।”
সানন্দ বলেন, তাঁর অভিনয়জীবনে হাজার হাজার বার তিনি চড় খেয়েছেন। তাঁর কথায়, “আমার মতো এত বার চড় আর কোনও অভিনেতাকে খেতে হয়নি। আমি তো চড় খাওয়ার জন্যই পরিচিত! ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এও আমাকে বহুবার চড় মারা হয়েছে, কিন্তু সবই নিয়ম মেনে, পেশাদারভাবে।”
সানন্দের দাবি, অনিল কাপুর যেমন শুটিংয়ে কারও চড় মারলে পরে ক্ষমা চান, গুলশন গ্রোভার তা করেন না। “তিনি আত্মমগ্ন একজন মানুষ। নিজের ‘ব্যাড ম্যান’ ইমেজটাকেই টিকিয়ে রাখতে চান। তাই এমন আচরণ করেন,” মন্তব্য সানন্দের।
বলিউডে ‘ব্যাডম্যান’ নামে পরিচিত অভিনেতা গুলশন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। ভিলেনের চরিত্রে তাঁর অভিনয় বরাবরই তীক্ষ্ণ, শক্তিশালী এবং স্মরণীয়—যার ফলে তিনি নিজস্ব একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। বলিউডে খলনায়কদের জনপ্রিয় এবং প্রভাবশালী করে তোলার পিছনে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তবে সানন্দের সঙ্গে তিনি কেন এমন আচরণ করেন, তা নিয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি গুলশন। অনেকেই মনে করছেন, গুলশন যদি পর্দার চরিত্রকে প্রাণবন্ত করতে বাস্তব করে তুলতে এমন করেও থাকেন, তবে এই ঘটনায় তাঁর পেশাদার আচরণ নিয়েই প্রশ্ন উঠতেই পারে।
