সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'অনুপমা' ছাড়ছেন রূপালি?
বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। কিন্তু এখন গুঞ্জন, গল্প এগোবে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়েই। তাই 'অনুপমা' থেকে আর কিছুদিনের মধ্যেই সরে যাবেন রূপালি। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।
একফ্রেমে ঐশ্বর্য-অভিষেক-আরাধ্যা
বিচ্ছেদের জল্পনার আগুনে একেবারেই জল ঢাললেন জুনিয়র বচ্চন এবং তাঁর স্ত্রী। বর্ষ শেষ এবং নতুন বছর মুম্বইয়ের বাইরে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য এবং অভিষেক। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে আরাধ্যাও। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে দেখা গেল জুটিকে। তিনজনের মুখেই হাসি দেখে বিচ্ছেদের জল্পনার অবসান ঘটেছে বোঝা যায়।
কটাক্ষের মুখে উর্বশী!
৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে উদ্দাম নাচ। তার জেরেই নেটিজেনদের একাংশের রোষানলে উর্বশী রাউতেলা। বাবার বয়সি নায়কের সঙ্গে এমন 'অশ্লীল' নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? সেই প্রশ্ন তুলে করা হয়েছে বিদ্রুপ। তেলুগু ছবি 'ডাকু মহারাজ'-এর 'দাবিদি দিবিদি' গানে অভিনেত্রীর নাচ খুব অশালীন মনে হয়েছে নেটপাড়ার একাংশের।
