বিয়ের পর বহু নারী-পুরুষকেই সন্তান নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে এমন গুজব প্রায়ই ছড়াতে দেখা গিয়েছে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়েও মাঝে শোনা যায় এমন গুজব। জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক শেষ হওয়ার পর এখন কিছুদিনের বিরতিতে রয়েছেন অভিনেত্রী। এই সময় ছুটিয়ে সংসার করছেন তিনি, স্বামী রুবেলের জন্য প্রায়ই নানা ধরনের রান্না করেন শ্বেতা। 

 

 

আর কিছুদিন পরই প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে চলেছেন রুবেল-শ্বেতা। শ্বেতার সমাজমাধ্যমে একটি ভিডিও দেখে হঠাৎ করেই অনেকে বলতে শুরু করেন তিনি বোধহয় অন্তসত্ত্বা। 

 


কয়েকদিন আগে টেলি একাডেমি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে স্বামী রুবেলের সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। রুবেল দুটি অ্যাওয়ার্ড পাওয়ায় দারুণ খুশি ও গর্বিত শ্বেতা। এরপরই তিনি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "না আমি অন্তসত্ত্বা নই, এই মুহূর্তে একেবারেই না। তাকে বলে দেওয়া হয়েছে তুমি পরে এসো, এখন দু'জনে একটু কাজ করে নিই তারপর এই ভাবনা-চিন্তা করা যাবে।" শ্বেতার কথার সূত্রেই রুবেল মজা করে বলেন, "সরস্বতী আছে, লক্ষ্মী আসুক তারপর কার্তিকও নিশ্চয়ই আসবে।" 

 

অর্থাৎ এই মুহূর্তে সন্তান নিয়ে ভাবনা-চিন্তা করছেন না রুবেল-শ্বেতা। নিজের প্রিয়জনদের নিয়ে ধুমধাম করে সব নিয়ম মেনে বিয়ে করেন রুবেল-শ্বেতা। দেখতে দেখতে এক বছর হতে চলল তাঁদের বিয়ের। প্রথম বিবাহবার্ষিকীও তাঁরা জমজমাট ভাবেই পালন করতে চলেছেন বলে জানালেন দু'জনেই। 

 

পাশাপাশি এদিন শ্বেতা বলেন, "বিয়ের পর থেকে রুবেল একের পর এক অ্যাওয়ার্ড পাচ্ছে।" সঙ্গে সঙ্গে রুবেলকে প্রশ্ন করা হয় তাহলে কী রুবেলের বউ-ভাগ্য দারুণ? বিন্দুমাত্র না ভেবে রুবেলের জবাব, "তা তো অবশ্যই, সেই কথা আমি সব সময় মেনে নিই। ওর আসায় আমার জীবন অনেকটাই বদলেছে, অনেক কিছু ভাল হয়েছে।" 

 


প্রসঙ্গত, জি বাংলার 'যমুনা ঢাকি' ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার দেখা হয় দু'জনের। সেখান থেকেই আলাপ এবং বন্ধুত্ব। যদিও প্রথমদিকে একে অপরকে তেমন পছন্দ করতেন না বলেই জানিয়েছিলেন দু'জনে। তবে হঠাৎ করেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সেখান থেকেই প্রেমের শুরু। অবশেষে বেশ কিছু বছর প্রেম করার পর বিয়ে করেন রুবেল-শ্বেতা। এই মুহূর্তে কিছুদিনের বিরতি নিয়েছেন শ্বেতা ভট্টাচার্য, যদিও দর্শকেরা রুবেলকে দেখতে পাচ্ছেন জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিক। 

 


স্বেচ্ছায় এই বিরতি নিয়েছেন শ্বেতা, তবে কিছুদিনের মধ্যেই কোনও কাজে নতুন চরিত্রে দেখা যেতে পারে শ্বেতাকে। তবে দর্শককে 'শ্যামলী'কে খানিকটা ভোলার সময় দিচ্ছেন, তাহলেই আবার নতুন করে নতুন চরিত্রে ফিরতে পারবেন তিনি। যদিও শ্বেতা একাধিকবার বলেছেন 'শ্যামলী' তাঁর কাছে অন্যতম প্রিয় একটি চরিত্র। তবে যারা প্রিয় অভিনেত্রীর ফেরার অপেক্ষায় রয়েছেন, তাঁদেরকে হয়তো কিছুদিন পরই সুখবর দিতে পারেন শ্বেতা। তবে শুধু ছোটপর্দাতেই নয় বিভিন্ন মাধ্যমে কাজ করতে চান শ্বেতা। এবার একটু সময় করে ভাল চরিত্র নিয়েই দর্শকের কাছে ফিরবেন তিনি।