সুন্দর বন্ধন, বন্ধুত্বের ভালবাসা, আর অপ্রাপ্ত হীরের গল্প—সুস্মিতা সেন ও রহমান শলের সম্পর্ক যেন এক আবেগঘন চলচ্চিত্র। ২০১৮ সালে একে অপরকে ডেট করতে শুরু করেন তাঁরা, তবে ২০২১ সালের ডিসেম্বরে সেই সম্পর্ক শেষ হয়। তবুও বন্ধুত্বের বাঁধন এতটাই মজবুত যে বিচ্ছেদের পরেও সম্পর্কের উষ্ণতা আজও অটুট।
সম্প্রতি, মডেল থেকে অভিনেতা হওয়া রোহমান শল খোলাখুলি জানালেন কী ধরণের উপহার পছন্দ করেন সুস্মিতা। তবে সেই উপহার দেওয়ার "যোগ্যতা" এখনো হয়নি তাঁর। সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে রোহমান বলেন, "ওঁর যে ধরনের, যে মূল্যের হীরের আংটি পছন্দ তা কিনে দেওয়ার মতো যোগ্যতা আমার এখনও নেই, সত্যি বলছি অত বড় হিরের আংটি কেনার মতো যোগ্যতা আমার নেই এখনও...ওঁর একটি পছন্দের হিরে ২২ ক্যারাট-এর। যেদিন যোগ্যতা হবে কেনার, অবশ্যই কিনব।"
তাঁর এই সহজ স্বীকারোক্তি ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়। সম্পর্ক না থাকলেও শ্রদ্ধা ও ভালবাসার অভাব নেই, সেটা যেন আবার প্রমাণ করে দিলেন রোহমান।২০২১ সালে বিচ্ছেদের সময় সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা নিজেই জানিয়েছিলেন, তাঁরা প্রথমে বন্ধু ছিলেন এবং সেভাবেই থাকবেন। সম্পর্ক ভেঙে গেলেও ভালোবাসা থেকে যায়। সেই বন্ধুত্বের ছাপই বারবার প্রকাশ পায় তাঁদের কথাবার্তায়।
সুস্মিতা ও রোহমানের এই সম্পর্ক ঘিরে বরাবরই ছিল অনেক কৌতূহল। অনেকে ভেবেছিলেন তাঁরা আবার একসাথে হয়ে যাবেন। যদিও সেরকম কিছু এখনো ঘটেনি। সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বর্তমানে সিঙ্গেল। এক পডকাস্টে এসে তিনি বলেন, "আমার জীবনে কোনও পুরুষ নেই। আমি অনেকদিন ধরেই সিঙ্গেল, প্রায় ২ বছর। ২০২১ থেকে শুরু করে।"
সুস্মিতা ও রহমানের আলাপটাও ছিল সিনেমার মতো রোম্যান্টিক। কোনও ফ্যাশন শো-তে নয়, বরং ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজে প্রথম যোগাযোগ হয় তাঁদের। সেই মেসেজ দেখে কৌতূহলী হয়ে উত্তর দেন সুস্মিতা, আর তাতেই শুরু বন্ধুত্ব ও প্রেমের নতুন অধ্যায়।
বর্তমানে রহমান দক্ষিণী ছবি 'আমরান'-এ খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। যদিও তাঁদের মধ্যে প্রেম এখন অতীত, তবুও তাঁদের বন্ধুত্ব আর একে অপরের প্রতি শ্রদ্ধা আজও অনেকের কাছে অনুপ্রেরণা।
