নিজস্ব সংবাদদাতা: গত বছর মা নন্দিতা সেনগুপ্তকে হারিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭৭ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। শোক কাটিয়ে তবুও ফিরেছিলেন জীবনের চেনা ছন্দে। 

 

মায়ের মৃত্যুর পর এই প্রথম মায়ের জন্মদিনে 'একা' ঋতুপর্ণা। মায়ের স্মৃতি আঁকড়ে আবেগপ্রবণ অভিনেত্রী। সমাজমাধ্যমে মায়ের সঙ্গে কাটানো শেষ জন্মদিনের ঝলক ভাগ করে কলম ধরলেন তিনি। লেখেন, 'হ্যাপি বার্থডে মাম্মি। এটা তোমার প্রথম জন্মদিন যেদিন আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারলাম না। একটু আদর করে চুমু খেতে পারলাম না। তোমায় আগলে জন্মদিনের কেক কেটে খাওয়ানোটাও হল না। তুমি শুধু আমার নিঃশব্দে বলা জন্মদিনের শুভেচ্ছাবার্তাটা শুনতে পাচ্ছ। তুমি তো আমাকে ছুঁয়ে দেখতে পারো। ইচ্ছ হলে সান্ত্বনাও দিতে পারো। তোমার অভাব ভীষণভাবে অনুভব করি। শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালবাসি। তুমি যেখানেই থাকো জন্মদিনে সুস্থ থেকো, ভাল থেকো। খুব ভালভাবে জন্মদিন পালন করো। তুমি  হাসিখুশি থেকো। তুমিই দুনিয়ার সেরা মা।'


প্রসঙ্গত, মৃত্যুর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন নন্দিতা সেনগুপ্ত। শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপরই আর শেষ রক্ষা হল না। মায়ের জন্মদিনে অভিনেত্রীর এই পোস্ট দেখে আবেগে ভেসেছেন তাঁর অনুরাগীরাও।‌