সংবাদ সংস্থা মুম্বই: ১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এই ছবি আসলে বন্ধুত্বের প্রতীক। নিজেকে চেনার পাশাপাশি জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিতে পারা এই ছবি তাই আজও চোখে হারান দর্শক। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে তৈরি এই ছবি তাই জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির ইতিহাসে। ঝুলিতে ভরেছে অসংখ্য সব পুরস্কারও। ছবিপ্রেমী দর্শকরা বহু বছর ধরেই অপেক্ষা করে রয়েছে এই ছবির সিক্যুয়েলের জন্য। মাঝেমাঝেই বলিপাড়ার অন্দরে তা নিয়ে জল্পনা উঠলেও শেষমেশ কিছুই হয়নি। তবে সম্প্রতি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা করলেন ছবির সহ-লেখক রীমা কাগতি। 

 

 

স্পষ্ট ভাষায় তিনি জানান, এই ছবির সিক্যুয়েল নিয়ে তাঁর ও জোয়া আখতারের কোনও তাড়াহুড়ো নেই। যতক্ষণ না পর্যন্ত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পের মানের সমপর্যায়ের কোনও উপযুক্ত গল্প তাঁদের মাথায় না আসছে, ততক্ষণ সিক্যুয়েল বানানোর কথা তাঁরা ভাববেন না। রীমার কথায়, “হয়তো শুনে বাড়াবাড়ি মনে হতে পারে, এও মনে হতে পারে নিজের লেখা গল্প বলে একটু বেশি অহংকার করছি, কিন্তু আদপে তা নয়। আমি জানি আমাদের উপর কী প্রত্যাশা রয়েছে দর্শকের। তাই যতক্ষণ না ঠিকঠাক কোনও গল্প লিখতে না পারছি এই সিক্যুয়েলকে ছোঁব না। এটুকুই।”

উল্লেখ্য, 'জিন্দেগি না মিলেগি দোবারা'র এক বিশেষ প্রদর্শনীতে এই ছবি দেখে পরিচালক জোয়া আখতারের উপর খাপ্পা হয়ে উঠেছিলেন তাঁর এক কাকা? রীতিমতো তিরস্কারও করেছিলেন তাঁকে এরকম 'ফালতু' ছবি তৈরির জন্য!

প্রসঙ্গত, বর্তমানে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র স্পিন-অফ ‘জি লে জারা’ ছবিটির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন ফারহান আখতার এবং জোয়া আখতার। ছবিতে তিনটি মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করার কথা ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটএবং প্রিয়ঙ্কা চোপড়ার। তবে সূত্রের খবর, ছবিতে নায়কের কাস্টিং এখনও চূড়ান্ত নয় বলে ছবির শুটিং শুরু হতে দেরি হচ্ছে।