সংবাদসংস্থা মুম্বই: মা রবিনা টন্ডনের মতোই অভিনয় এবং নাচ দুয়েই দারুণ পারদর্শী মেয়ে রাশা থাদানি। মাত্র ১৯ বছর বয়সেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। ১৭ জানুয়ারি মুক্তি পাবে 'আজাদ'। ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা যাবে রাশাকে।
এদিকে ছবির মুক্তির আগেই দর্শকের চর্চায় রাশা। ছবির একটি নতুন গান উই আম্মা' শনিবার রাতেই মুক্তি পেয়েছে। এই গানে রাশার নাচ দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকে ক্যাটরিনা কইফ-এর 'চিকনি চামেলি'র সঙ্গেও তুলনা টেনেছেন। নেটিজেনদের কটাক্ষে জেরবার রাশা। তাঁকে 'সস্তার চিকনি চামেলি' বলে কটাক্ষের তির বিঁধেছেন নেটপাড়ার বাসিন্দারা। মা রবিনার শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এত কম বয়সে তাঁর অভিনয় জগতে পা রাখার প্রশংসা জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
প্রসঙ্গত, 'আজাদ'-এ রাশা থাদানি সহ আরও দুই তারকা সন্তান বলিউডে যাত্রা শুরু করছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগণ। ইতিমধ্যেই ছবির ট্রেলারও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
