সংবাদ সংস্থা মুম্বই: পুণ্যস্নানে গিয়েও রেহাই নেই। মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও তুলে তা দেদার বিক্রি হচ্ছে, এমন অভিযোগ উঠেছিল আগেই। দাবি করা হয়েছিল, মহাকুম্ভে স্নানের পর পোশাক পরিবর্তন করাকালীন মহিলাদের ভিডিও তোলা হয়েছে গোপনে এবং সেই ছবি অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই আপত্তিকর কনটেন্টগুলো অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে। এবার মহাকুম্ভে ক্যাটরিনা কইফের স্নানরত ভিডিও নিয়ে চরমে উঠল বিতর্ক! এবং যারা পোস্ট করেছে সেই অভিনেত্রীর স্নানরত দৃশ্যের ভিডিও তাদের কড়া ভাষায় তীব্র আক্রমণ করলেন রবিনা ট্যান্ডন।
সম্প্রতি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এবারের মহাকুম্ভে শাহি স্নানে অংশগ্রহণ করতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বরাও যোগ দিয়েছিলেন। সেই তালিকায় সর্বশেষ নাম হিসাবে জুড়ল ক্যাটরিনার নাম। শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে পুণ্যস্নানে হাজির হয়েছিলেন তিনি। নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়। নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্নানের সময় বলিউড নায়িকাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে স্বল্পবাস পুরুষরা। রীতিমতো আঁতকে উঠতে হয় সেই ভিডিও দেখে। স্বল্পবাস পুরুষরা এমনভাবে চারপাশ থেকে ছেঁকে ধরেছিলেন অভিনেত্রীকে যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। দেখা যায়, দুই তরুণ ক্যাটরিনার স্নানের ভিডিও করছে এবং স্নানরত নায়িকার উদ্দেশ্যে ঠাট্টা তামাশাও জুড়ে দিয়েছে! ওই দুই তরুণের বিরুদ্ধে ক্যাটরিনার স্নানের ভিডিও নেটপাড়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল। ভিডিওতেই তাঁদের বলতে শোনা যায়, “এই যে আমি আর আমার ভাই, আর ওই দেখুন ক্যাটরিনা কাইফ।” সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই তেড়েফুড়ে উঠেছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকে কুরুচিকর এহেন আচরণের জন্য ওই দুই তরুণকে কটাক্ষ করেছেন।
এই ভিডিওটি চোখে পড়তেই গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন-ও। “কী জঘন্য! এই ধরণের মানুষরা প্রতি জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট করে। শান্তি ও সম্মানের বারোটা ঘটায়।”
