সংবাদসংস্থা মুম্বই: ফের দমফাটা হাসির ছবিতে কার্তিক আরিয়ান। দুই নায়িকার মাঝে পেন্ডুলাম হতে প্রস্তুত অভিনেতা! মুদাসার আজিজের পরিচালনায় আসছে 'পতি পত্নি অউর ওহ'-এর সিক্যুয়েল 'পতি পত্নি অউর ওহ ২'।
আগেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা। কমেডি ঘরানার ছবির মাধ্যমেই দর্শকের কাছে পরিচিতি কার্তিকের। বছরভর বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গেলেও নতুন বছরেই ফের নিজের চেনা ঘরানার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। চলতি ডিসেম্বরেই শুরু হতে চলেছে 'পতি পত্নি অউর ওহ ২'-এর শুটিং।
আগের মতো এই ছবিতেও থাকছেন ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে। এই দুই নায়িকা ছাড়াও থাকছেন আরও এক বলি অভিনেত্রী। এবার এই ছবিতে দর্শকের নজর কাড়তে আসছেন অভিনেত্রী রবিনা টন্ডন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের প্রস্তাব গিয়েছে রবিনার কাছে। লাস্যময়ী চরিত্রে এই ছবিতে ধরা দেবেন অভিনেত্রী।
জানা যাচ্ছে, রবিনাকে 'পতি পত্নি অউর ওহ ২'-এ কার্তিকের মতিভ্রমের কারণ হিসাবে দেখা যেতে চলেছে। এই চরিত্রের প্রস্তাব আসতেই উত্তেজিত অভিনেত্রী। ছবিতে কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। তবে এই মুহূর্তে নির্মাতাদের তরফে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
এখন চলছে ছবির চিত্রনাট্য ঘষামাজার কাজ। ও চরিত্রাভিনেতা বাছাই পর্ব। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই দমফাটা হাসির ছবিটি।
