সংবাদসংস্থা মুম্বই: মা রবিনা ট্যান্ডনের মতোই অভিনয় এবং নাচ দুয়েই দারুণ পারদর্শী মেয়ে রাশা থাদানি। মাত্র ১৯ বছর বয়সেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে 'আজাদ'। ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা গিয়েছে রাশাকে। 

 

এদিকে ছবির মুক্তির আগেই দর্শকের চর্চায় ছিলেন রাশা। ছবির গান 'উই আম্মা'য় রাশার নাচ দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকে ক্যাটরিনা কইফ-এর 'চিকনি চামেলি'র সঙ্গেও তুলনা টেনেছেন। নেটিজেনদের কটাক্ষে জেরবার হয়েছিলেন রাশা। যদিও ছবি মুক্তির পর সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। 

 


সম্প্রতি, এক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাশা। তিনি জানান, ১৪ বছর বয়স পর্যন্ত রবিনা কড়া শাসনে রাখতেন তাঁকে। কিন্তু তারপর থেকে একেবারে বন্ধুর মতোই মেশেন তিনি। রাশা জানান, ছোটবেলায় নাকি মায়ের থেকে মারও খেতে হয়েছে তাঁকে। 

 

রাশার কথায়, "খুব দুষ্টু ছিলাম। মা যদি কোনও কাজ করতে বারণ করতেন। আমি একটু পরে সেই কাজটাই করতাম। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছিল আমার। অনেক সময় হাতের উপর জোরে মারতেন মা। কিন্তু তবুও থামতাম না। বাবা-মা জেরবার হয়ে যেতেন আমায় নিয়ে।"