সংবাদ সংস্থা মুম্বই: ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পর ফের একসঙ্গে পরিচালক আদিত্য ধর ও বলিউড তারকা রণবীর সিং। এবারে তাঁদের যৌথ অভিযান ‘ধুরন্ধর’—এক বিস্ফোরক, সময়কে ছাপিয়ে যাওয়া স্পাই থ্রিলার, যার পটভূমিতে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। চমকের এখানেই শেষ নয়। নেটপাড়ার মতে, ধুরন্ধর-এর কাস্টিং যেন একেবারে ড্রিম টিম—রণবীরের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। প্রত্যেকেই ছবিতে রয়েছেন বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে।
খবর, আগামী ৬ জুলাই —রণবীর সিংয়ের জন্মদিনেই প্রকাশ্যে আসছে ধুরন্ধর-এর প্রথম অফিসিয়াল ঝলক। ছবির প্রথম ঝলকের ভিডিও ইতিমধ্যেই নাকি চূড়ান্ত করেছেন আদিত্য ধর, আর নির্মাতাদের মতে, এটা হবে এক ‘বার্থডে স্পেশ্যাল ইউনিট’—যা এই গোপন মিশনের রহস্যজাল দর্শকদের সামনে প্রথমবার প্রকাশ্যে আনবে।
এই ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই টিজার শুধুই ঝলক নয়, এটা নাকি দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। ছবির সব চরিত্রকে এমন এক বিশাল মাপের ক্যানভাসে দেখানো হয়েছে, যা বলিউডে বিরল। এটি রণবীর ও তাঁর ফ্যানদের জন্য বিশেষ উপহার।” ছবির মূল গল্প আবর্তিত হয়েছে সাত ও আটের দশকে পাকিস্তানে গোপন ভারতীয় অপারেশন ঘিরে। সেই সঙ্গে কিছু বর্তমান সময়ের ঘটনাও জুড়ে রয়েছে, যা আপাতত নির্মাতারা গোপন রেখেছেন—কারণ অজিত ডোভাল আজও দেশের গোয়েন্দা ব্যবস্থায় এক জীবন্ত কিংবদন্তি।
ইতিমধ্যেই ‘ধুরন্ধর’-এর প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ, আর নির্মাতারা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই শ্যুটিং শেষ করতে চান। মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে জানুয়ারি থেকে মার্চ ২০২৬-এর মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে ঢুকে পড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, ‘ধুরন্ধর’ শেষ করেই রণবীর ব্যস্ত হয়ে পড়বেন ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’-এর শুটিংয়ে, যা অক্টোবর ২০২৫-এ শুরু হবে। এরপর ২০২৬-এর জুলাইয়ে তাঁকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জোম্বি অ্যাকশন থ্রিলার-এ।
 
 গুপ্তচরবৃত্তির ইতিহাসে সত্য আর কল্পনার সূক্ষ্ম সীমারেখা ধরে হাঁটছে ‘ধুরন্ধর’। আদিত্য ধরের নির্মাণ, রণবীর সিংয়ের উপস্থিতি এবং ঐতিহাসিক বাস্তবতাকে ভিত্তি করে তৈরি এই ছবি যে দর্শকদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার দোরগোড়ায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য। আর সেই সফরের প্রথম টিকিট—ছবির টিজার—আসছে রণবীরের জন্মদিনেই!
