নিজস্ব সংবাদদাতা: বিচ্ছেদের পর সম্পর্কে তিক্ততা নয়, বরং বন্ধুত্বে বিশ্বাসী সৌপ্তিক-রণিতা। তাই আবার নতুন যাত্রা শুরু করলেন এই তারকা জুটি। দুর্গা মন্দিরে গিয়ে দেবী দুর্গাকে সাক্ষী রেখে সুখবর দিলেন দু'জনে।
সম্পর্কের কোনও নির্দিষ্ট সংজ্ঞা হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলানোর মতোই বদলায় প্রত্যেকের সম্পর্কের সমীকরণ, এমনটাই মনে করেন তাঁরা। ঠিক তেমনই সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের নাম বদলেছে তাঁদের। প্রেম, বিচ্ছেদের গুঞ্জন এবং এখন বন্ধুত্ব।
তবে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, কাজের ক্ষেত্রে তার প্রভাব ফেলতে দেন না সৌপ্তিক-রণিতা। সেই কারণেই নতুন ছবির মাধ্যমে বহুদিন বাদে একসঙ্গে কাজ শুরু করলেন তাঁরা। 'মণিহারা' ছবির সিক্যুয়েল 'দেবী'র পরিচালনার দায়িত্বে সৌপ্তিক। এই ছবিতেই দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রণিতা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সোমরাজ মাইতি।
তবে কি বিচ্ছেদের গুঞ্জন মিথ্যে করে আবার পুরনো সম্পর্কে ফিরলেন দু'জনে? সৌপ্তিক-রণিতার জবাব, "সম্পর্ক কখনওই আমাদের কাজের মধ্যে আসেনি। সব সময় আছে এবং থাকবে।" প্রেম দিবসে কী প্ল্যানিং দু'জনের? রনিতার কথায়, "আমি সিঙ্গেল। ভগবান কৃষ্ণর সঙ্গে প্রেম করছি, প্রেম দিবসেও তাঁর সঙ্গেই কাটাব।" সৌপ্তিক বলেন, "আমি তো মুক্ত পাখি এখন।" সৌপ্তিকের কথা শুনে রণিতা বলেন "এই বছর কোথাও উড়তে দিচ্ছি না। কারণ শুটিং শুরু হবে, তাই ছবি নিয়ে ব্যস্ত থাকতে হবে। পরের প্রেম দিবস সেভাবে ইচ্ছে কাটাক।"
