নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। তার মাঝেও দর্শকের মনে জায়গা করে নিচ্ছে একটু অন্যধারার গল্প।
এই পথ ধরে হাঁটছেন পরিচালক সৌপ্তিক। ছবির নাম 'দেবী'। অভিনয়ে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস ও সোমরাজ মাইতি। সোমবার হবে ছবির মহরত। মেট্রোপলিটন দুর্গা বাড়িতে শুরু হবে ছবির শুটিং।
গল্পে সত্যজিৎ রায়ের 'দেবী'র কোনও মিল থাকছে না। এই ছবিটি হতে চলেছে 'মনিহারা'র সিক্যুয়েল। যেখানে নারী মনের গহন কোণের হদিশ দেবে এই ছবি। 'ইকো এন্টারটেনমেন্ট এন্ড প্রাইভেট লিমিটেড'-এর ব্যানারে আসছে 'দেবী'।
প্রসঙ্গত, রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে দর্শক শেষ দেখেছিলেন রণিতাকে। এদিকে, কিছুদিন আগেই শেষ হয়েছে সোমরাজের ধারাবাহিক 'চিনি'। অন্যদিকে, ছবি থেকে সিরিজ এমনকী ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়ছেন রাহুল। এই তিন অভিনেতাকে একসঙ্গে ছবিতে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে তা সময়ই বলবে।
