সংবাদ সংস্থা মুম্বই: ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবিতে ফিরছেন শিবানী শিবাজি রায়— আরও রাগী, আরও নির্মম, আরও ভয়হীন রূপে। ‘মর্দানি ৩’ নিয়ে বরাবরই আগ্রহ, উত্তেজনা ছিল জনতামহলে। এবার উত্তেজনার আঁচ আরও একটু উস্কে দিল সদ্য প্রকাশ পাওয়া এ ছবিতে রানি মুখোপাধ্যায়ের ফার্স্ট লুক।

 

“এই দফায় ভালর সঙ্গে মন্দের লড়াই হবে রক্তাক্ত!”— ‘মর্দানি ৩ নিয়ে এমন হুঁশিয়ারি দিল প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। বলাই বাহুল্য, রানির এই ছবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে নেটপাড়ায়। রানির এই ভয়ডরহীন লুক দেখে বলিউড প্রেমীদের উত্তেজনা তুঙ্গে!
২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ হোলির ঠিক আগে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা। শুভ ও অশুভের দ্বন্দ্বের উৎসব হোলিকে ঘিরে মুক্তির পরিকল্পনাও একদম ঠাসবুনোট। এবার আরও বেশি ধূসর, আরও রক্তাক্ত হতে চলেছে মর্দানি ইউনিভার্স।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yash Raj Films (@yrf)