টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

রহস্য জড়িয়ে সঞ্জয়ের মৃত্যুতে?

 

 

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু ঘিরে পারিবারিক দখলদারির লড়াইয়ে উত্তাল কাপুর পরিবার। একদিকে যেমন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকার প্রশ্নে সন্তানদের ভাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে, তেমনই অন্যদিকে রীতিমতো চিঠি লিখে সোনার কমস্টার বোর্ডকে কঠিন অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানী কাপুর। জুন মাসে ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর সংস্থা সোনা কমস্টার-এর পরিচালন নিয়ে শুরু হয়েছে নাটকীয় দড়ি টানাটানি। রানী কাপুর দাবি করেছেন, তিনি সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার হলেও, তাঁকে মানসিক চাপে রেখে লুকিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে। এমনকি তিনি অভিযোগ করেছেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও তাঁকে দূরে রাখা হয়েছে এবং জীবনের মৌলিক প্রয়োজনে নির্ভর করতে হচ্ছে “নির্বাচিত কিছু মানুষের দয়ার উপর।” এছাড়াও তিনি তাঁর ছেলের মৃত্যুকে 'আকস্মিক ও রহস্যজনক' বলে উল্লেখ করেছেন।

 

আরও পড়ুন: সইফ-কাণ্ডে ফের নয়া মোড়, জামিন পাবেন ধৃত শরিফুল? কী জানাচ্ছে আদালত?

 

'সাইয়ারা'কে শুভেচ্ছা অক্ষয়ের

 

বলিউডে এখন 'সাইয়ারা'র দাপট! এই ছবির বক্স অফিসে সাফল্য দেখে পিছু হটছে একের পর এক ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবির পাশাপাশি এই জুটিকেও দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। ছবির সাফল্যের সঙ্গে দর্শকের মুখে এখন একটাই নাম অহন পাণ্ডে। অহন, অনন্যা পাণ্ডের কাকার ছেলে।‌ জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডের ভাই সে। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন অক্ষয় কুমার। তাঁর কথায়, "বহু বছর পর নতুন তারকা তৈরি হল ইন্ডাস্ট্রিতে। নতুনদের ছবি সাফল্য পেয়েছে, এটা বলিউডের জন্য বিশাল বড় ব্যাপার। মন থেকে খুব খুশি হয়েছি।"

 

 

 

সুকেশের ১কোটির শর্ত

 

 

সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। পাঠান দামি উপহারও। জন্মদিন হোক বা প্রেম দিবসে, প্রেমিকাকে কখনও বুঝতে দেন না যে তিনি কাছে নেই। কিন্তু জ্যাকলিন-সুকেশের সম্পর্ক নিয়ে চর্চারও শেষ নেই বলিপাড়ায়। প্রেমিকার জন্য উপহারের অন্ত রাখেন না সুকেশ। তবে এবার নাকি উপহার পাবে জ্যাকলিনের অনুরাগীরা। ভারতের যে কোনও শহরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিলোবেন সুকেশ। কিন্তু শর্ত আছে। সম্প্রতি জ্যাকলিনের ‘দমা দম’ গানটি মুক্তি পয়েছে। বেশ ভাল সাড়া পেয়েছে গানটি। কিন্তু এটাই পর্যাপ্ত নয়, চাই আরও ভিউ। এমনিতেই প্রেমিকাকে ছাড়া মন আকুল। জেলে বসেই সুকেশ লিখলেন, ‘‘তোমাকে খালি জড়িয়ে ধরতে ইচ্ছে করে। দ্রুত আসতে চাই তোমার কাছে।’’ এক দিকে যেমন জ্যাকলিনের জন্য প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনই তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে লেখেন, ‘‘দমা দম গানকে ভারতে এই বছরের সব থেকে সফল গান বানাতে হবে আপনাদের। বানাতে পারলে এখন থেকে ৯০ দিনের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া ১০ জন অনুরাগীকে ১ কোটি মূল্যের ফ্ল্যাট উপহার দেব আমি।’’